India vs New Zealand, Pune Test: বিরাট কোহলির সবচেয়ে বড় দুর্বলতা ফাঁস করে দিলেন একজন নেট বোলার। ভারত-নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট হচ্ছে পুনেতে। এই ম্যাচের একদিন আগে বিরাট কোহলির দুর্বলতা ওই নেট বোলার সামনে এনে দিয়েছেন। যা বিরাট ভক্তদের বড় ধাক্কা দিয়েছে।
বেঙ্গালুরুতে প্রথম টেস্ট হারার পর এখন পুনে টেস্টে জিততে মরিয়া টিম ইন্ডিয়া। এই জয়ের জন্য বিরাট কোহলির চওড়া ব্যাটের ওপর অনেকটাই নির্ভর করছে রোহিতের বাহিনী। কিন্তু, বিরাটের ব্যাট কি আদৌ ভারতের কোনও কাজে দেবে? এই প্রশ্নটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর, সেটা হয়েছে ওই নেট বোলার নাদিম শেখের সৌজন্যে। শোয়েব আখতারের 'ফ্যান' ওই নেট বোলার ক্লিন বোল্ড করেছেন কোহলিকে!
মহারাষ্ট্রের শোলাপুর জেলার ফাস্ট বোলার নাদিম- শোয়েব আখতার, ব্রেট লি, ডেল স্টেইনের পরম ভক্ত। জানিয়েছেন, কোহলিকে বল করতে পেরে তিনি খুব খুশি। কোহলির উইকেটও নিয়েছেন। যেটা সারা বিশ্বের বোলারদের কাছে স্বপ্ন, সেটাই করেছেন। এতে তিনি যে বেজায় খুশি, তা-ও খোলাখুলি জানিয়েছেন নাদিম।
বিরাটকে কোন কৌশলে আউট করলেন, তা-ও ফাঁস করেছেন শোলাপুরের বোলার। তিনি জানিয়েছেন, এবারই প্রথম না। এর আগেও তিনি বিরাট কোহলিকে বারবার আউট করেছেন। মুম্বইয়ে সিসিআইয়ে বোলিং করার সময় বিরাটকে তিন-চার বার আউট করেছেন। আর, এবার তো ক্লিন বোল্ড করলেন। বিরাট নাকি অফস্ট্যাম্পের বলেই কুপোকাত। কিংবদন্তি ব্যাটারকে বারবার আউট করা নাদিম এমনটাই জানিয়েছেন।
আরও পড়ুন- আর নিতে পারছেন না, ভয়ংকর বিরক্ত অলিম্পিকে সোনাজয়ী শুটার ডিকেক
পুনের নেটে বিরাটের দুর্বলতা নতুন করে ফাঁস করা এই বোলার জানিয়েছেন, অফ স্টাম্পের বাইরে চলে যাওয়া বল খেলাটাই কোহলির বিরাট সমস্যা। শুধু কোহলিকে আউটের রহস্য ফাঁসই না। নাদিম সাংবাদিকদের কাছে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন। শোলাপুরের বোলার বলেছেন, রাজ্যস্তরে প্রথমে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে চান। তারপর খেলতে চান টিম ইন্ডিয়ার হয়ে। আইপিএলে তাঁর প্রিয় দল সিএসকে। চান সেখানকার প্রতিনিধিত্ব করতে।