Advertisment

ব্যাট হাতে ইংল্যান্ডে বিস্ফোরণ পন্থের! ছাড় দিলেন না দলের পেসারদেরও

অনুশীলন ম্যাচে ব্যাট হাতে ঝলসে উঠলেন ঋষভ পন্থ। রান পেয়েছেন শুভমান গিলও। বল হাতে কামাল ইশান্ত শর্মার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে তাঁর ব্যাটের দাপট সইতে হয়েছে। এবার বোধহয় নিউজিল্যান্ডের পালা। ইংল্যান্ডে গিয়ে ওয়ার্ল্ড টেস্ট চাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামার আগে এমনটাই বার্তা দিলেন ঋষভ পন্থ। আন্তঃস্কোয়াড ম্যাচে ঝড় তুলে দিলেন এবার ভারতের তরুণ তুর্কি। জাতীয় দলের সতীর্থদেরও রেহাই দিলেন না তিনি। মাত্র ৯৪ বলে ১২১ করে যান তিনি।

Advertisment

নিজেদের মধ্যে এই ম্যাচের খুব বেশি তথ্য জানা না গেলেও বিসিসিআই টুইট করে জানিয়েছে ঋষভ পন্থ ব্যাটে ঝড় তুলেছেন। এমনিতেই ইংল্যান্ড সফরে ঋষভ পন্থ জাতীয় দলে অটোমেটিক চয়েস। অনুশীলন ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ঋদ্ধিমান সাহাকে কার্যত হিসেব নিকেশের বাইরেই ফেলে দিলেন।

আরো পড়ুন: অবসর নিয়ে ভারত ছাড়ছেন আরসিবির প্রাক্তন তারকা, খেলবেন বিদেশে

ঋষভ পন্থ ছাড়াও ব্যাট হাতে জ্বলে উঠেছেন শুভমান গিল। ১৩৫ বলে ৮৫ রানের সংযমী ইনিংস খেলেন তিনি। রোহিত শর্মা ওপেনার হিসাবে একদম নিশ্চিত। তাঁর পার্টনার হওয়ার লড়াইয়ে রয়েছেন গিল এবং মায়াঙ্ক আগারওয়াল। প্রস্তুতি ম্যাচে রান পেয়ে আপাতত মায়াঙ্ককে অনেকটাই পিছনে ফেলে দিলেন শুভমান গিল।

শেষবার মায়াঙ্ক আগারওয়ালকে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে। শুভমান গিল ওপেনার হিসাবে নজর কাড়ার পরে মায়াঙ্ক মিডল অর্ডারে ব্যাট করতে নেমেছিলেন।

বোলারদের মধ্যে নজর কেড়েছেন ইশান্ত শর্মা। নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচে ৩৬ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন তিনি। বতর্মানে জাতীয় দলের একমাত্র পেসার ইশান্ত যাঁর ১০০টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তৃতীয় পেসার হিসাবে শামি, বুমরার সঙ্গে তিনিই সম্ভবত খেলবেন। মহম্মদ সিরাজও তৃতীয় পেসার হিসাবে দলে জায়গা পাওয়ার দাবিদার। তবে তিন পেসারে খেললে সম্ভবত তাঁকে বাইরে বসতে হবে। শনিবারের প্রস্তুতি ম্যাচ নিয়ে খুব বেশি তথ্য জানা না গেলেও বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে এবং রোহিত শর্মা তিনজনই ব্যাট করেছেন।

জুনের ১৮ তারিখেই সাউদাম্পটনে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচের পর ৪০ দিনের ব্রেক। তারপরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে খেলতে নামবে ভারত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rishabh Pant Indian Cricket Team Test cricket
Advertisment