বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ভরাডুবি ভারতের। টপ অর্ডারে পরিবর্তন করেও লাভ হল না ক্যাপ্টেন বিরাট কোহলির। রবিবার নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচেও টসে হারেন বিরাট। ভারতকে ব্যাট করতে পাঠায় কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাট করতে নেমেই ধরাশায়ী বিরাটের টিম ইন্ডিয়া। পাকিস্তান ম্যাচের পর এদিন টপ অর্ডারে রোহিত শর্মার জায়গায় ঈশান কিষাণকে নিয়ে আসা হয়। কেএল রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন কিষাণ। কিন্তু মাত্র ৪ রানেই প্যাভিলিয়নে ফেরেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা।
তিন নম্বরে কোহলির বদলে রোহিত আসেন ব্যাট করতে। তিনি কিছুটা আশা জাগিয়েছিলেন। কিন্তু ও হরি! হিটম্যান রোহিতও মাত্র ১৪ রান করে আউট হয়ে যান। তাঁর পিছন পিছন আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন কেএল রাহুল (১৮)। তবে ভাগ্যের সবচেয়ে পরিহাস হল বোধহয় বিরাচের সঙ্গে। সোধির বলে ছক্কা হাঁকাতে গিয়ে বড় বাউন্ডারি কাল হয় তাঁর। বোল্টের হাতে জমা পড়ে তাঁর ক্যাচ। ৯ রানেই জারিজুরি শেষ হয়ে যায় তাঁর। তারপর ভারতীয় ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ব্যাটারদের শুধু আসা-যাওয়াই দেখলেন দর্শকরা। শেষপর্যন্ত রবীন্দ্র জাডেজা না থাকলে ১০০-ও পেরোত না ভারতের স্কোর। ২০ ওভার শেষে ৭ উইকেট খুঁইয়ে ১১০ করে ভারত। জাডেজা করেন ২৬ রান।
আরও পড়ুন: ওপেনার রোহিতকে সরিয়েও থামল না কুৎসিত বিপর্যয়! ফুঁসে উঠল ক্রিকেট মহল
পাক ম্যাচে হারের পরে ভারতের দল নির্বাচন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। যার কেন্দ্রবিন্দুতে ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে তাঁকে প্রথম একাদশে রেখে টিম ম্যানেজমেন্ট বুঝিয়ে দিয়েছে, দল তাঁর পাশেই রয়েছে। যদিও এদিন তিনি ২৪ বলে ২৩ করে মন্দের ভাল!
পিঠে চোটের কারণে বাইরে বসতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। তাঁর জায়গায় দলে এসেছেন ঈশান কিষান। সেই সঙ্গে ভুবনেশ্বর কুমারকেও বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুবনেশ্বরের জায়গায় খেলছেন শার্দূল ঠাকুর।
ভারতের মত পরিবর্তন ঘটিয়েছে নিউজিল্যান্ডও। চোট পাওয়া লকি ফার্গুসনের বদলে স্কোয়াডে নেওয়া হয়েছিল এডাম মিলনেকে। ভারত ম্যাচে টিম সেইফার্টকে বাইরে বসিয়ে প্রথম একাদশে রাখা হয়েছে স্পিডস্টার মিলনেকে। উইকেটকিপিং করলেন ডেভন কনওয়ে।
ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, ঈশান কিষান, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা
নিউজিল্যান্ড প্ৰথম একাদশ:
মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপ, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, এডাম মিলনে, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন