Advertisment

টোয়েন্টি-টোয়েন্টির দল ঘোষণা নিউজিল্যান্ডের

আগামিকাল হ্যামিলটনের সেডান পার্কে চতুর্থ ওয়ান-ডে ম্যাচে নামছে ভারত-নিউজিল্যান্ড। আর তার আগের দিনই আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করে দিল কিউয়িরা।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs New Zealand T20I squad

টোয়েন্টি-টোয়েন্টির দল ঘোষণা নিউজিল্যান্ডের (ছবি-টুইটার)

দু'ম্যাচ বাকি থাকতেই ওয়ান-ডে সিরিজ হাতছাড়া করেছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে ভারত তাদের থেকে ৩-০ এগিয়ে রয়েছে। আগামিকাল হ্যামিলটনের সেডান পার্কে চতুর্থ ওয়ান-ডে ম্যাচে নামছে ভারত-নিউজিল্যান্ড। আর তার আগের দিনই আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করে দিল কিউয়িরা।

Advertisment

অলরাউন্ডার ড্যারেল মিচেল ও পেসার ব্লেয়ার টিকনার সুযোগ পেয়েছেন টি-২০ স্কোয়াডে। নিউজিল্যান্ডের প্রাক্তন রাগবি কোচ জন মিচেলের ছেলে ড্যারেল মিচেল। ঘরোয়া টি-২০ ক্রিকেট ও নিউজিল্যান্ড এ দলের হয়ে ওয়ান-ডে ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুযোগেই মিচেল সিনিয়র দলে সুযোগ পেয়েছেন। অন্যদিকে টিকনার তৃতীয় টি-২০ ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন। লকি ফার্গুসনের পরিবর্তে খেলবেন তিনি। জিমি নিশামের চোট থাকায় ডগ ব্রেসওয়েল খেলবেন।

আরও পড়ুন: জোড়া রেকর্ড রোহিতের, ধোনিকেও স্পর্শ করলেন তিনি



নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), ডগ ব্রেসওয়েল, কলিন ডে গ্রান্ডহোম, লকি ফার্গুসন (প্রথম ও দ্বিতীয় ম্যাচে খেলবেন), মার্টিন গাপটিল, স্কট কুগেলেইন, ড্যারেল মিচেল, কলিন মানরো, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটকিপার), ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, ব্লেয়ার টিকনার (তৃতীয় ম্যাচে খেলবেন)।

ভারত: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি, ক্রুনাল পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল, খালিল আহমেদ, শুভমান গিল, বিজয় শঙ্কর ও হার্দিক পাণ্ডিয়া

আগামী ৬ ফেব্রুয়ারি ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচ খেলবে ভারত-নিউজিল্যান্ড, এরপর ৮ ফেব্রুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে দ্বিতীয় টি-২০, সিরিজের শেষ ও তৃতীয় টি-২০ ম্যাচটি হবে হ্যামিলটনের সেডান পার্কে।

cricket India New Zealand Rohit Sharma
Advertisment