Advertisment

জোড়া রেকর্ড রোহিতের, ধোনিকেও স্পর্শ করলেন তিনি

৩৩৭টি আন্তর্জাতিক ওয়ান-ডে ম্যাচ খেলেছেন ধোনি। মেরেছেন ২২২টি ছয়। কিন্তু এর মধ্যে ছ'টি ওয়ান-ডে ম্যাচ মাহি খেলেছেন এশিয়া একাদশের হয়ে। ফলে দেশের জার্সিতে ধোনির রয়েছে ২১৫টি ছয়। রোহিতের ঝুলিতেও এখন ২১৫টি ছয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma Equals MS Dhoni's Stunning Record For India In ODIs

অনন্য় নজির রোহিতের, ধোনিকে স্পর্শ করলেন তিনি (ছবি-টুইটার)

দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার হিটম্যান ব্য়াক-টু-ব্যাক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে। গত সোমবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় ওয়ান-ডে ম্যাচে ভারত সাত উইকেটে জয়ের সঙ্গেই সিরিজ ৩-০ ছিনিয়ে নেয়।

মাউট মঙ্গানুইয়ের বে ওভালে কিউয়িদের ২৪৪ রান তাড়া করতে নেমে কোহলির ডেপুটি ৭৭ বলের ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। আর এই ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছে জোড়া ছক্কা। যার সুবাদে রোহিত ছুঁয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনিকে। এখন রোহিত-ধোনি যুগ্মভাবে দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটসম্যান।

আরও পড়ুন:  রায়াডুকে সাসপেন্ড করল আইসিসি

৩৩৭টি আন্তর্জাতিক ওয়ান-ডে ম্যাচ খেলেছেন ধোনি। মেরেছেন ২২২টি ছয়। কিন্তু এর মধ্যে ছ'টি ওয়ান-ডে ম্যাচ মাহি খেলেছেন এশিয়া একাদশের হয়ে। ফলে দেশের জার্সিতে ধোনির রয়েছে ২১৫টি ছয়। রোহিতের ঝুলিতেও এখন ২১৫টি ছয়। রোহিত যে ম্যাচে এই মাইলস্টোন স্পর্শ করেছেন, সেদিন চোটের জন্য মাঠে নামেননি ধোনি। আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত চতুর্থ ওয়ান-ডে খেলবে হ্যামিলটনের সেডান পার্কে। সেদিন রোহিত-ধোনির কাছে সুযোগ থাকবে একে অপরকে ছাপিয়ে যাওয়ার।

ভারতের হয়ে ওয়ান-ডে ফর্ম্যাটে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় ধোনি-রোহিতের পরে দ্বিতীয় স্থানে আছেন শচীন তেন্ডুলকর। নীল জার্সিতে ১৯৫টি ছয় মেরেছেন মাস্টারব্লাস্টার। এরপরেই রয়েছেন শচীনের ওপেনিং পার্টনার সৌরভ গঙ্গোপাধ্য়ায় (১৮৯টি ছয়)। চারে রয়েছেন যুবরাজ সিং (১৫৩টি ছয়)।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান-ডে ম্যাচে রোহিত শুধু ধোনিকেই স্পর্শ করেননি। করেছেন আরও একটি রেকর্ড। দশম ভারতীয় ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন তিনি। রোহিতের ২৬০টি ইনিংস লেগেছে এই নজির গড়তে। চতুর্থ দ্রুততম ভারতীয় হিসেবে এই কাজ করেছেন রোহিত। তালিকায় সবার ওপরে আছেন বিরাট কোহলি (২১৯টি ইনিংস), সৌরভ (২৫২টি ইনিংস) ও শচীন (২৫৭টি ইনিংস)।

cricket MS DHONI Rohit Sharma
Advertisment