/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Virat-Kohli-and-Sourav-Ganguly-1.jpg)
সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি (বিসিসিআই টুইটার ও নিজস্ব চিত্র)
ওয়েলিংটনে ব্যাট করতে নেমে একেবারেই ব্যর্থ হলেন কিং কোহলি। ১৯ রানেই প্যাভিলিয়নে ফিরলেন তিনি। তবে এর মধ্যেই কোহলি পেরিয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় কোহলি সৌরভকে পিছনে ফেললেন। এই তালিকায় বিরাট আপাতত ষষ্ঠ।
ইনিংসের ৩৫তম ওভারে বেসিন রিজার্ভে বাউন্ডারি হাকিয়ে এই কীর্তি ছুঁয়ে ফেললেন তিনি। এতদিন ১১৩ টেস্টে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংগ্রহে ছিল ৭২১২ রান। ৮৫ টেস্ট খেলার পরে কোহলির পকেটে আপাতত ৭২২১ রান। তালিকায় প্রথম তিনজন যথাক্রমে শচীন তেন্ডুলকর (১৫৯২১), রাহুল দ্রাবিড় (১৩২৬৫) এবং সুনীল গাভাসকার (১০১২২)।
আরও পড়ুন টানা ৪৮ ওভারে ০ উইকেট! সংশয়ে বুমরার আন্তর্জাতিক কেরিয়ার
তিন ফর্ম্যাট মিলিয়ে দেশের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বিরাট কোহলি তিন নম্বরে রয়েছেন। ৪১৫ আন্তর্জাতিক ম্যাচে কোহলি ২১৮৭৭ রান করেছেন। তালিকার শীর্ষে থাকা শচীন তেন্ডুলকর ৬৬৪টি ম্যাচে অংশ নিয়ে করেছেন ৩৪৩৫৭। দ্বিতীয় স্থানে দ্রাবিড়। ৫০৪টি ম্যাচ খেলে রাহুল দ্রাবিড় ২৪০৬৪ রান করেছেন।
আরও পড়ুন বাংলাদেশও চেয়েছিল ধোনিকে, সৌরভ নাম পাঠালেন কোহলির
বেসিন রিজার্ভে রেকর্ড গড়লেও কোহলি বেশ চাপে রয়েছেন। প্রথম ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে পড়ার পর টিম ইন্ডিয়া আপাতত ইনিংস হার বাঁচাতে লড়ছে। দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে ১৪৪ তোলার ফাঁকেই টপ অর্ডারের চার জন ফিরে গিয়েছেন। ক্রিজে লড়ছেন রাহানে ও বিহারী। এখনও ভারত ৩৯ রানে পিছিয়ে রয়েছে।
ব্যাট হাতে মায়াঙ্ক আগারওয়ালের হাফসেঞ্চুরি (৫৮) বাদে বাকিরা একদমই ব্যর্থ। পৃথ্বী শ (১৪), চেতেশ্বর পূজারা (১১), বিরাট কোহলি (১৯), মায়াঙ্ক প্রত্যেকেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ভারতের সামনে হার বাঁচানোর দায়িত্ব এখন রাহানে ও হনুমা বিহারীর উপরে। রাহানে ১৩ রানে ও হনুমা বিহারী ৯ রানে ব্যাটিং করছেন।