Islam Makhachev vs Ilia Topuria super fight: ইসলাম মাখাচেভের ম্যানেজার এবং কোচ, ইলিয়া টপুরিয়ার সঙ্গে মাখাচেভের সুপার ফাইটে নারাজ। তিনি এই ব্যাপারে অনুমোদন মিললেও নারাজ বলেই জানিয়েছেন। ইউএফসি লাইটওয়েট চ্যাম্পিয়ন ইসলাম মাখাচেভ ও ইলিয়া টপুরিয়া এখন একই ওয়েট বিভাগে আছেন। টপুরিয়া আগেই জানিয়েছেন, বেশি ওজন বিভাগে লড়বেন। তবে, এখনও সেটা হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত, তিনি যে বিভাগেই লড়ুন না কেন, টপুরিয়ার পক্ষে সরাসরি খেতাব জেতা কোনও বিভাগেই সহজ হবে না।
ইউএফসি ৩১৪-এ (এপ্রিল) অ্যালেকজান্ডার ভলকানোভস্কি ও দিয়েগো লোপেজের লড়াইয়ের পর টপুরিয়া তাঁর ফেদারওয়েট খেতাব ছেড়ে দেবেন এবং লাইটওয়েট খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইউএফসি ৩০৮-এ ম্যাক্স হলোওয়েকে হারানোর পর তিনি ঘোষণা করেন যে পুরোপুরি ১৫৫ পাউন্ড ওজনের বিভাগে লড়বেন। তবে, টপুরিয়ার পারফরম্যান্স বলতে, তিনি একবারই ফেদারওয়েট বিভাগে খেতাব পেয়েছেন।
টপুরিয়া ইউএফসি-তে মাত্র একবার লাইটওয়েট বিভাগে লড়াই করেছেন। মাখাচেভের প্রধান কোচ হাভিয়ের মেন্দেজ টপুরিয়াকে সরাসরি খেতাবের লড়াইয়ে সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে ইউএফসি, হল অফ ফেমার খাবিব নুরমাগোমেদভ এই পরামর্শের বিরোধিতা করে বলেছেন যে, টপুরিয়াকে লাইটওয়েট বিভাগে চ্যাম্পিয়নশিপে লড়াইয়ের সুযোগ পেতে গেলে অন্তত একটি হাই প্রোফাইল লড়াই জেতা উচিত।
সোশ্যাল মিডিয়া এক্স-এ (আগের টুইটার) সাম্প্রতিক এক পোস্টে, মাখাচেভের ম্যানেজার রিজভান মাগোমেদভ টপুরিয়ার লাইটওয়েটে লড়াইয়ের সম্ভাবনা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, 'টপুরিয়ার সঙ্গে ডাস্টিন বা চার্লস কনটেন্ডারের ফাইট হতে পারে। তাতে তিনি প্রমাণ করতে পারবেন যে সত্যিই লাইটওয়েট বিভাগে নামার যোগ্য কি না! আর, টপুরিয়া সেটা প্রমাণ করতে পারলে লাইটওয়েট বিভাগের খেলোয়াড়দের আর, ছোট ফেদারওয়েট বিভাগের খেলোয়াড়দেরকে হারানোর দরকার পড়বে না। আমরা ইতিমধ্যেই দীর্ঘদিনের ফেদারওয়েট চ্যাম্পিয়নকে সুযোগ দিয়েছি। এবার আমাদের ভালো লড়াই দেখার দরকার।'
আরও পড়ুন- ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানানোর আগেই বিরাট সমস্যায় পাকিস্তান! বড় ধাক্কা রিজওয়ানদের
মাগোমেদভ এই প্রসঙ্গে ভলকানোভস্কির বিরুদ্ধে মাখাচেভের দুটি লাইটওয়েট শিরোপা ধরে রাখার প্রসঙ্গও টেনে এনেছেন। তিনি জানিয়েছেন, মাখাচেভ কিন্তু, সে'সময় দু'বার খেতাব ধরে রেখেছিলেন। ইউএফসি ২৯৪-এ মাত্র অল্পদিনের নোটিশেই লড়াইয়ে নেমেছিলেন মাখাচেভ। আর, তিনি ভলকানোভস্কিকে নকআউট করেছিলেন।