No India vs Pakistan semi-final at WCL 2025: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL 2025)-এ ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) হাই-ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ আর হচ্ছে না। নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় পাকিস্তান চ্যাম্পিয়ন্স সরাসরি ফাইনালে চলে গেছে। তারা এখন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে।
প্রত্যাশিত সিদ্ধান্ত
এই সিদ্ধান্ত একপ্রকার প্রত্যাশিতই ছিল, কারণ গ্রুপ পর্বে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল এবং দুই দল একটি করে পয়েন্ট ভাগ করে নেয়। যদিও ভারত তাদের বাকি ম্যাচে একের পর এক হেরে বসে, তবে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। সেই পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টই সেমিফাইনালে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিনিয়র ক্রিকেটারদের অনিচ্ছা
পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে মাঠে নামতে অনিচ্ছুক ছিলেন শিখর ধাওয়ান, ইরফান পাঠান, হরভজন সিং, যুবরাজ সিং এবং সুরেশ রায়নার মতো তারকা ক্রিকেটাররা। এ থেকেই বোঝা যায়, ম্যাচ বয়কটের সিদ্ধান্ত একেবারে হঠাৎ নেওয়া নয়।
আয়োজকদের প্রতিক্রিয়া
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা ভারতের সিদ্ধান্তকে সম্মান জানায় এবং পাকিস্তানের ফাইনাল যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন বিশ্বকাপে ফের ভারত-পাকিস্তান সেমিফাইনাল, যুবরাজরা কি খেলবেন? ম্যাচ বাতিল হলে কী হবে?
বিবৃতিতে বলা হয়েছে, “WCL-এ আমরা খেলাধুলার মাধ্যমে বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনার বিশ্বাস রাখি। তবে, জনমতের প্রতিও আমাদের পূর্ণ সম্মান রয়েছে। ভারত ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছি এবং পাকিস্তানের প্রস্তুতিকেও সমানভাবে স্বীকৃতি দিচ্ছি। সবদিক বিবেচনা করে এই সেমিফাইনাল ম্যাচ বাতিল করা হল এবং পাকিস্তান সরাসরি ফাইনালে উঠল।”
স্পনসরের অবস্থান
টুর্নামেন্টের অন্যতম প্রধান স্পনসর EaseMyTrip-ও ভারত-পাকিস্তান ম্যাচ থেকে নিজেদের নাম সরিয়ে নেয়। সংস্থার সহ-কর্ণধার নিশান্ত পিট্টি এক্স (আগের টুইটার)-এ লেখেন, “আমরা টিম ইন্ডিয়াকে অসাধারণ পারফরম্যান্সের জন্য সাধুবাদ জানাই। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি আর শুধুমাত্র একটি খেলা নয়, সন্ত্রাস ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। ভারতীয় জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ভারত-পাকিস্তান ম্যাচে নিজেদের নাম প্রত্যাহার করছি।”
শেষবার চ্যাম্পিয়ন ছিল ভারত
উল্লেখ্য, গতবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে এবার তারা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় ফাইনালে তাদের জায়গা নিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।