India to face Pakistan in WCL 2025 Semi-final: যে ম্যাচের জন্য ক্রিকেটপ্রেমীরা বিশ্বের যেকোনও প্রান্ত থেকে দেখতে আগ্রহী, সেই ম্যাচটি কাগজে-কলমে নির্ধারিত হলেও মাঠে হবে কিনা, তা নিয়ে বড়সড় সংশয় রয়েছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (WCL) যুবরাজ সিংয়ের ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স (India Champions) দল ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেও, এই ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ, তাদের প্রতিপক্ষ পাকিস্তান। অর্থাৎ, আরও একটি ভারত-পাক (India Vs Pakistan Match) ম্যাচ বাতিল হওয়ার পথে, আর তাহলে পাকিস্তান সরাসরি ফাইনালে পৌঁছে যেতে পারে।
কয়েকদিন আগেই বার্মিংহ্যামে পাকিস্তানের বিপক্ষে ভারতের একটি লিগ ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ভারতের কয়েকজন তারকা ক্রিকেটার সেই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেন। ফলে ম্যাচটি বাতিল হয়ে যায়। তখন থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল যে, যদি নকআউটে এই দুই দল আবার মুখোমুখি হয়, তাহলে কি সেই ম্যাচ হবে? এবং শেষ পর্যন্ত তাই ঘটতে চলেছে। এখন দেখা যাক, টুর্নামেন্ট কমিটি কীভাবে এই সেমিফাইনাল আয়োজন করে।
আরও পড়ুন ফের অসভ্যতামি শুরু পাকিস্তানের, ভারতকে সমস্যায় ফেলতে 'নোংরা খেলা' আফ্রিদিদের
সেমিফাইনালে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৫-এর শেষ লিগ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নসের বিরুদ্ধে সেমিফাইনালে ওঠার জন্য ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের দরকার ছিল ১৪.১ ওভারে ১৪৫ রান। তারা মাত্র ১৩.২ ওভারে সেই লক্ষ্য পূরণ করে নেয়। স্টুয়ার্ট বিনি ঝোড়ো হাফসেঞ্চুরি করে ২১ বলে অপরাজিত ৫০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছয়। ইউসুফ পাঠান মাত্র ৭ বলে ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২১ রান করেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স প্রথমে ব্যাট করে কায়রন পোলার্ডের দুর্দান্ত ইনিংসের সাহায্যে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে।
আরও পড়ুন জনরোষের মুখে ঢোঁক গিললেন সৌরভ? ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উল্টো সুর মহারাজের!
সেমিফাইনালের চার দল
ভারত ও পাকিস্তানের পাশাপাশি সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট তালিকায় পাকিস্তান অপরাজিত থেকে শীর্ষে রয়েছে। এবি ডিভিলিয়ার্সের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচে চার জয় নিয়ে দ্বিতীয় হয়েছে। অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতেছে। আর মাত্র একটি ম্যাচ জয় পেলেও ভারতের রানরেট ভাল থাকায় তারা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।
৩১ জুলাই অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল এবং ২ আগস্ট ফাইনাল ম্যাচ হবে।