Advertisment

কোহলি খেলবেন রাহুলের নেতৃত্বে! প্রোটিয়াজদের বিরুদ্ধে প্ৰথম ODI-তে কেমন দল সাজাচ্ছে ভারত

বুধবার থেকে শুরু হচ্ছে প্ৰথম একদিনের ম্যাচ। নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পরে এই প্ৰথমবার ওয়ানডেতে অন্যের অধীনে খেলতে নামবেন কোহলি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টেস্ট সিরিজে বিপর্যয় ঘটেছে। টিম ইন্ডিয়া সিরিজে ফেভারিট হিসাবে শুরু করেও শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে হেরে গিয়েছে। সেই বিপর্যয়কে অতীত ভেবেই এবার ওয়ানডে ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে তৈরি হচ্ছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্ৰথম ম্যাচ আগামী মঙ্গলবার ১৯ জানুয়ারি, পার্লে।

Advertisment

ভারতের স্কোয়াডে একাধিক রদবদল ঘটছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই ঘোষণা করা হয়েছিল, রোহিত শর্মা ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক। তবে সরকারিভাবে অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়ার পরে অবশ্য মাঠে নামতে পারেননি তিনি। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে গোটা প্রোটিয়াজ সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে আপাতত টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল।

আরও পড়ুন: বিরাট সরতেই কোহলি-ভক্তদের টার্গেট সৌরভ-শাহকে! বেনজির ডামাডোলে ভারতীয় ক্রিকেট

যা নতুন দৃশ্যের জন্ম দেবে ভারতীয় ক্রিকেটে। একজন সাধারণ ক্রিকেটার হিসাবে খেলবেন বিরাট কোহলি। তা-ও আবার অনুজ কেএল রাহুলের অধীনে।

ওপেনিংয়ে কেএল রাহুলের সঙ্গে সম্ভবত দেখা যাবে শিখর ধাওয়ানকে। বিজয় হাজার ট্রফিতে দুরন্ত ছন্দে থাকা রুতুরাজ গায়কোয়াডের নামও আলোচনায় আসবে। তবে অভিজ্ঞতার বিচারে ধাওয়ানের ভাগ্যেই শিকে ছিঁড়তে পারে। সেক্ষেত্রে অপেক্ষা বাড়বে রুতুরাজ গায়কোয়াড।

মিডল অর্ডারে যথারীতি থাকছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং শ্রেয়স আইয়ার। স্রেফ ব্যাটসম্যান হিসেবে একদম খেলবেন কোহলি। অধিনায়কত্বের চাপ এখন নেই। স্রেফ ব্যাটিংয়ে মনোনিবেশ করতে পারবেন। হালকা মনে ব্যাটিং কোহলিকে কি পুরোনো দিনে ফিরিয়ে দেবে, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: টেস্টের নেতৃত্বেও ছেঁটে ফেলতে পারেন সৌরভরা, আগাম বুঝেই বিরাট সিদ্ধান্ত! বিস্ফোরক সানি

সেই সঙ্গে সূর্যকুমার যাদব বর্তমানে ওয়ানডের মিডল অর্ডারে অটোমেটিক চয়েস। শ্রীলঙ্কা সফরে গত বছরে অভিষেকের পরেই নিজের জাত চিনিয়ে ৩ ম্যাচে ১২৪ রান করে সিরিজের সেরাও হয়েছিলেন।

এদিকে, টেস্ট সিরিজে দুরন্ত অভিষেকের পরেও বসে থাকতে হয়েছে শ্রেয়স আইয়ারকে। টেস্টে তাঁকে বসিয়ে রাখা যে ভুল সিদ্ধান্ত, ওয়ানডে ম্যাচে নেমে ম্যানেজমেন্টকে বার্তা দিতে পারেন তিনি।

এদিকে হার্দিক পান্ডিয়া বাদ পড়েছেন। টানা তিনটে টেস্ট খেলার পরে শার্দূল ঠাকুরকেও বিশ্রাম দেওয়া হতে পারে। এমন অবস্থায় অলরাউন্ডার হিসাবে দলে জায়গা হতে পারে ভেঙ্কটেশ আইয়ারের।

রবীন্দ্র জাদেজা না থাকায় ভারত সম্ভবত জোড়া স্পিনারে দল সাজাবে না। সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিনই অটোমেটিক চয়েস। তবে টানা তিনটে টেস্টে খেলার পরে অশ্বিনকে রেস্ট দিলে খেলানো হতে পারে যুজবেন্দ্র চাহালকে।

কেএল রাহুলের ডেপুটি হচ্ছেন জসপ্রীত বুমরা। পেস বিভাগের নেতৃত্বে থাকবেন বুমরা। সঙ্গে দীপক চাহার এবং ভুবনেশ্বর কুমার।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন/ যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team KL Rahul Indian Team Virat Kohli
Advertisment