২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হয়ে যাচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। তারপরে জানুয়ারিতে প্রোটিয়াজ সফরে ভারত খেলবে আরও দুই টেস্ট- নিউল্যান্ডস এবং কেপটাউনে। দক্ষিণ আফ্রিকা থেকে প্রথমবার টেস্ট সিরিজ জেতার লক্ষ্য নিয়ে খেলতে নামবে টিম ইন্ডিয়া।
শেষবার ভারত দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল ২০১৭-১৮'য়। সেবার ভারত ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে দেশে ফিরেছিল। সবমিলিয়ে ভারত দক্ষিণ আফ্রিকায় অষ্টমবার টেস্ট সিরিজ খেলতে নামছে। গত ২৯ বছরে কোনও ভারতীয় দলই প্রোটিয়াজদের দেশ থেকে টেস্ট সিরিজ জেতেনি। সেই অধরা রেকর্ডই ছুঁতে চাইছেন কোহলিরা।
আরও পড়ুন: “কুম্বলের পরে কোহলির সঙ্গে সমস্যা সৌরভেরও! দ্রাবিড়ের সঙ্গে সম্পর্কও টিকবে না”
সেঞ্চুরিয়নে ভারত আপাতত কেমন প্ৰথম একাদশ সাজায়, সেদিকে নজর রয়েছে সকলের। চোটের জন্য দক্ষিণ আফ্রিকায় যেতে পারেননি শুভমান গিল এবং রোহিত শর্মা। বক্সিং ডে টেস্টে কেএল রাহুলের সঙ্গে মায়াঙ্ক আগারওয়ালের ওপেন করা একপ্রকার পাকা। দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জিং কন্ডিশনে অভিজ্ঞ চেতেশ্বর পূজারার ওপরেই ভারত আস্থা রাখবে, আরও একবার।
ক্যাপ্টেন বিরাট কোহলি যথারীতি চার নম্বরে। তবে পাঁচ নম্বরে কাকে ব্যাটিং করতে পাঠানো হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রাহানে যেমন একদমই রানের মধ্যে নেই। তেমন শ্রেয়স আইয়ার আবার টেস্টে রেকর্ড গড়ে অভিষেক ঘটিয়েছেন কিউয়ি সিরিজে। এছাড়াও দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে ব্যাট হাতে পারফর্ম করে টিম ম্যানেজমেন্টকে বার্তা দিয়েছেন হনুমা বিহারি।
আরও পড়ুন: KKR রিলিজ করেছিল! IPL নিলামের আগেই ক্রিকেটকে বিদায় দুবার বিশ্বকাপজয়ী কিংবদন্তির
সাংবাদিক সম্মেলনে কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন, রাহানে, শ্রেয়স অথবা বিহারীর মধ্যে একজন খেলবেন। এদিকে, ভাইস ক্যাপ্টেন কেএল রাহুল আবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন, ভারত প্ৰথম টেস্টে পাঁচ বোলার নিয়ে খেলবে। কারণ বিদেশে দু ইনিংসে বিপক্ষের উইকেট তোলার জন্য পাঁচ বোলার কম্বিনেশন বেশ উপযোগী।
উইকেটকিপার ঋষভ পন্থ ফিট। তিনি ঋদ্ধিমান সাহার জায়গায় প্ৰথম একাদশে প্রত্যাবর্তন করছেন। জানা যাচ্ছে এক স্পিনার স্ট্র্যাটেজিতে রবিচন্দ্রন অশ্বিনই ফার্স্ট চয়েস। চার সিমার হিসাবে দলে থাকবেন জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, শার্দূল ঠাকুর এবং মহম্মদ সিরাজ। বাদ পড়বেন ইশান্ত শর্মা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্ৰথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ:
মায়াঙ্ক আগারওয়াল, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে/ হনুমা বিহারি/ শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন