India vs South Africa 2nd Test, Day 3 Highlights: ভারতের ৬০১/৫ এর জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে গেল ২৭৫ রানে। ৩২৬ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করবে ভারত। বোঝাই যাচ্ছে বিশাখাপত্তনমের পর পুনে টেস্টেও ভারত জয়ের গন্ধ পাচ্ছে।
তিন উইকেট হারিয়ে ৩৬ রানের পুঁজি নিয়ে শনিবার দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। গতকাল ডি ব্রুইন (২০) ও অ্যানরিক নোকিয়া (২) অপরাজিত ছিলেন ক্রিজে। নোকিয়া এদিন মাত্র এক রান যোগ করেই মহম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ক্য়াচ আউট হয়ে যান।
এরপর ক্যাপ্টেন ফাফ দু প্লেসিস এসে প্রোটিয়া ব্য়াটিং লাইন আপে কিছুটা হলেও অক্সিজেনের জোগান দেন। তিনি ৬৪ রানের ইনিংস খেলে আর অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্য়াচ আউট হয়ে ফেরেন। টেস্ট কেরিয়ারের ২১ তম টেস্ট হাফ-সেঞ্চুরির স্বাদ পান ফাফ। এরপর কুইন্টন ডি কক এসে ৩১ রানের ইনিংস খেলে ফিরে যান।
আরও পড়ুন: ফের পিচের সামনে ফ্য়ান, লক্ষ্য় রোহিত শর্মা, মাঠের নিরাপত্তা নিয়ে ফুঁসছেন গাভাস্কর
কিন্তু এদিন প্রোটিয়াদের হয়ে লড়াই জারি রেখেছিলেন ভার্নন ফিলান্ডার ও কেশব মহারাজ। মধ্য়াহ্ণ ভোজের বিরতির পর থেকে এই দুই ব্য়াটসম্য়ানই কোহলিদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। ফিলান্ডার ১৯২টি বল খেলে ৪৪ রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। কিন্তু মহারাজ ১৩২ রানের ইনিংস খেলে ৭২ রানে আউট হয়ে যান অশ্বিনের বলে।
বল হাতে ভারতের হয়ে সফল হলেন উমেশ যাদব ও অশ্বিন। উমেশ পেয়েছেন তিন উইকেট ও অশ্বিন নিয়েছেন চার উইকেট। দু'টি উইকেট শামি। জাদেজার ঝুলিতে এসেছে একটি উইকেট। এখন কোহলি অ্যান্ড কোং ভেবে দেখবে চতুর্থ দিনে ভারত প্রোটিয়াদের ফলো-অন করাবে নাকি প্রথম সেশনটা ব্য়াট করে একটা বিশাল টার্গেট দেবে।