চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের হয়ত সেরা ক্যাচ তালুবন্দি করলেন প্রোটিয়াজ তারকা রাসি ভ্যান ডার ডুসেন। আর সেই অবিশ্বাস্য ক্যাচে শেষমেশ হনুমা বিহারীর ইনিংস শেষ হল মাত্র ২০ রানে।
রাবাদার দ্রুতগতির শর্ট বল বিহারীর শরীর লক্ষ্য করে ছুটে এসেছিল। শরীর বাঁচিয়ে ডিফেন্ড করতে গিয়ে বিহারীর ব্যাটের কানায় লেগে বল শর্ট লেগে উড়ে যায়। আর শর্ট লেগে ফিল্ডিং করা ভ্যান ডার ডুসেন বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁ হাতে দুর্ধর্ষ ক্যাচ তালুবন্দি করেন।
আরও পড়ুন: আম্পায়ার ইরাসমাসের লাল চোখ রাঙানি রাহুলকে, ক্ষমা চেয়ে মিলল রেহাই, দেখুন ভিডিও
দ্বিতীয় টেস্টে ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হয়েছেন কেএল রাহুল। পিঠে চোটের কারণে মাঠে নামতে পারেননি কোহলি। ১৯৯০-এ মহম্মদ আজাহারউদ্দিনের পরে কেএল রাহুল প্ৰথম ক্যাপ্টেন যিনি সীমিত ওভারে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার আগে টেস্টেই অধিনায়ক হয়ে গেলেন। টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই বিপাকে পড়েছিল। মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেনিং পার্টনারশিপে কেএল রাহুল স্কোরবোর্ডে ৩৬ তোলার পরেই প্ৰথম উইকেট হারায় ভারত।
৩৭ বলে ২৬ করে মায়াঙ্ক আগারওয়াল ফিরে যাওয়ার পরে ভারত দ্রুত দুই উইকেট হারায় ফের একবার পূজারা-রাহানে ব্যর্থ হওয়ার পরে। লাঞ্চের আগেই ডুয়ান অলিভিয়েরের বলে ফিরে যান দুই তারকা। ৪৯/৩ হয়ে যাওয়ার পরে রাহুল-বিহারি মিলে দুজনে দলকে টানছিলেন। তবে পার্টনারশিপে ৪২ তোলার পরেই ভাঙন ধরে রাবাদার বলে ডুসেন অবিশ্বাস্য ক্যাচ ধরে বসায়।
আরও পড়ুন: ফের পূজারা ৩, রাহানে ০! কুৎসিত রেকর্ডের খাদে তলিয়ে গেলেন দুই তারকা
ভারত যে জুটিতে ম্যাচে ফিরে আসার স্বপ্ন দেখছিল, সেই জুটিই শেষ সেরা ক্যাচে। কেএল রাহুল অধিনায়ক হওয়ার পরে প্ৰথম ম্যাচ স্মরণীয় করে রাখলেন হাফসেঞ্চুরি করে। তবে নিজের ইনিংস বেশিক্ষণ টানতে পারলেন না শেষমেশ।মার্কো জ্যানসেনের বলে পুল মারতে গিয়ে ফাইন লেগে রাবাদার হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান তিনি।
আরও পড়ুন: জো’বার্গ টেস্টে বিরাটের জায়গায় ক্যাপ্টেন রাহুল! বিরাট চমকে ফের উত্তাল ক্রিকেট
এরপরে পন্থ (১৩)-অশ্বিন (৪৬) দ্রুতগতিতে ৩০ রান যোগ করার পরে আর টেকেনি ভারত। মাত্র ২০২-এই অলআউট। প্রোটিয়াজদের হয়ে ৩ টে করে উইকেট নিলেন রাবাদা এবং দুয়েন অলিভিয়ের। মার্কো জ্যানসেন ৪ জনকে আউট করেন।
ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন