Advertisment

আম্পায়ার ইরাসমাসের লাল চোখ রাঙানি রাহুলকে, ক্ষমা চেয়ে মিলল রেহাই, দেখুন ভিডিও

কোহলি না খেলায় ভারতের স্ট্যান্ড ইন অধিনায়ক হয়েছেন কেএল রাহুল। প্ৰথম টেস্টেই টসে জিতেছেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

স্ট্যাম্প মাইক্রোফোনের দৌলতে এখন বাইশ গজের ছোটখাটো কথাবার্তাও পৌঁছে যায় দর্শকদের কাছে। সেঞ্চুরিয়ন টেস্টে বিরাট কোহলি কীভাবে দলকে তাতিয়েছিলেন, তা এখন সকলেরই জানা। দ্বিতীয় টেস্টে আবার কেএল রাহুলকে আম্পায়ার মরিস ইরাসমাসের ওয়ার্নিংয়ের সামনে পড়তে হল। সেই কথোপকথনও ধরা পড়ে গেল স্ট্যাম্প মাইকে।

Advertisment

দ্বিতীয় টেস্টে ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হয়েছেন কেএল রাহুল। পিঠে চোটের কারণে মাঠে নামতে পারেননি কোহলি। ১৯৯০-এ মহম্মদ আজাহারউদ্দিনের পরে কেএল রাহুল প্ৰথম ক্যাপ্টেন যিনি সীমিত ওভারে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার আগে টেস্টেই অধিনায়ক হয়ে গেলেন। টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে কেএল নিজেদের ইনিংস চলাকালীনই আম্পায়ারের কাছে সতর্কিত হলেন।

আরও পড়ুন: ফের পূজারা ৩, রাহানে ০! কুৎসিত রেকর্ডের খাদে তলিয়ে গেলেন দুই তারকা

ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারে কাগিসো রাবাদার বলে একদম শেষ মুহূর্তে ব্যাট করা থেকে নিজেকে সরিয়ে নেন। অনেকটা দৌড়ে এসে ওভারের তৃতীয় বল করার সময়ে রাবাদাকে সেই কারণে একদম শেষ মুহূর্তে থামতে হয়। রাহুল সেই সময় ব্যাট করার জন্য প্রস্তুত ছিলেন না। সেটা তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট হয়ে যায়। তিনি ব্যাট দিয়ে মাঠ ঠুকতে থাকেন।

আম্পায়ার মরিস ইরাসমাস কড়া ভাষায় বলে দেন, "রাহুল পুল আউট করলে একটু দ্রুত করো।" রাহুলও দ্রুত ক্ষমা চেয়ে রক্ষা পান।

ম্যাচে ভারত প্ৰথমে বেশ বিপাকে। ওয়ান্ডার্সের পিচে প্ৰথম ঘন্টায় ব্যাটসম্যানদের জন্য রসদ থাকে। সেই কথা বিবেচনা করেই প্ৰথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত। মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেনিং পার্টনারশিপে কেএল রাহুল স্কোরবোর্ডে ৩৬ তোলার পরেই প্ৰথম উইকেট হারায় ভারত।

আরও পড়ুন: জো’বার্গ টেস্টে বিরাটের জায়গায় ক্যাপ্টেন রাহুল! বিরাট চমকে ফের উত্তাল ক্রিকেট

৩৭ বলে ২৬ করে মায়াঙ্ক আগারওয়াল মার্কো জ্যানসেনের বলের শিকার হয়ে ফিরে যান। এরপরে অলিভিয়েরের বলে ব্যাটের কানায় লেগে আউট হন পূজারা। তারপরের ওভারেই অলিভিয়ের প্ৰথম বলে ফিরিয়ে দেন রাহানেকে। দ্বিতীয় স্লিপে ক্যাচ ধরেন কিগান পিটারসেন। লাঞ্চের সময় স্কোরবোর্ডে ৫৬ তোলার ফাঁকেই ভারত একসময় ৩ উইকেট হারিয়ে ফেলেছিল।

৪৯/৩ হয়ে যাওয়ার পরে রাহুল-বিহারি মিলে দুজনে দলকে টানছিলেন। তবে পার্টনারশিপে ৪২ তোলার পরেই ভাঙন ধরে। প্ৰথমে হনুমা বিহারিকে (২০) ফেরান রাবাদা। তারপরে হাফসেঞ্চুরি করে কেএল রাহুল আউট হয়ে যান মার্কো জ্যানসেনের শিকার হয়ে। ১১৬/৫ হয়ে যাওয়ার পরে ভারতকে আপাতত টানছেন ঋষভ পন্থ এবং রবিচন্দ্রন অশ্বিন।

ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KL Rahul South Africa
Advertisment