জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় টেস্ট। সেঞ্চুরিয়ন টেস্ট জিতে ভারত ইতিমধ্যেই ১-০ এগিয়ে গিয়েছে। ভারতের পেস ব্যাটারি মারকাটারি পারফর্ম করে দলকে এগিয়ে দিয়েছে। প্ৰথম ইনিংসে কেএল রাহুলের ১২৩ রানও ম্যাচে ফারাক গড়ে দিয়েছে অনেকটাই।
দ্বিতীয় টেস্টে ভারতের একাদশ কেমন হতে চলেছে, দেখে নেওয়া যাক-
ওপেনার: কেএল রাহুল যথারীতি ওপেন করবেন মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে। প্ৰথম টেস্টের শতরান করে সেরা হয়েছেন কেএল। এর মধ্যেই খবর পেয়েছেন ওয়ানডে সিরিজে অধিনায়কের ভূমিকা পালন করতে হবে তাঁকে। তাই দ্বিতীয় টেস্টে পারফর্ম করতে মুখিয়ে থাকবেন তারকা। মায়াঙ্ক আগারওয়াল আবার সেঞ্চুরিয়নে প্ৰথম ইনিংসে হাফসেঞ্চুরি করেছিলেন। জো'বার্গ টেস্টে ভারত ফের একবার মায়াঙ্ক-রাহুল জুটির দিকে তাকিয়ে থাকবে ভাল শুরুয়াত পাওয়ার জন্য।
আরও পড়ুন: পন্থ নয়, বুমরা কেন ভাইস ক্যাপ্টেন! নতুন বিতর্ক চালু টিম ইন্ডিয়ায়
মিডল অর্ডার: মিডল অর্ডার যথারীতি অপরিবর্তিত থাকছে। পূজারা-রাহানে-কোহলির অফ ফর্ম বেশ কিছুদিন ধরেই চলছে। ত্রয়ীর মধ্যে প্ৰথম টেস্টে রাহানে ফার্স্ট ইনিংসে ৪৮ করে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে পূজারা একদম শোচনীয়ভাবে ব্যর্থ। দুই ইনিংসেই পূজারা দেখিয়ে দিয়েছেন ফর্ম থেকে বহুদিন দূরে তিনি। কোহলি আবার দুই ইনিংসে ভাল শুরু করেও অফ স্ট্যাম্পের বল তাড়া করে উইকেট দিয়ে এসেছেন। ঘটনা হল, পূজারার পাশে টিম ম্যানেজমেন্ট রয়েছে। তাই ভারতের মিডল অর্ডার অপরিবর্তিত থাকছে। তিনে পূজারা, চারে কোহলি এবং পাঁচে রাহানে। দুরন্ত অভিষেক ঘটিয়েও আপাতত ওয়েটিং লিস্টেই শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন: রোহিত নেই, তবু স্টপ গ্যাপ ক্যাপ্টেনও নন কোহলি! কেন, জবাব এল পাকিস্তান থেকে
ভারতের লোয়ার মিডল অর্ডারে অন্তর্ভুক্ত হতে পারেন বিহারি। মিডল অর্ডার ভঙ্গুর হওয়ার কারণে শার্দূল ঠাকুরকে বসিয়ে ব্যাটিং বিভাগ মজবুত করার জন্য নেওয়া হতে পারে বিহারিকে। শ্রেয়স আইয়ারও অন্যতম অপশন এই পজিশনে। তবে সিনিয়রিটির কারণে দলে জায়গা হতে পারে বিহারীর। ইন্ডিয়া-এ দলের হয়ে প্রোটিয়াজ-এ দলের বিরুদ্ধে কয়েকদিন আগেই ভাল পারফরম্যান্স মেলে ধরেন অন্ধ্র তারকা। সেই কারণেই বিহারীর খেলার জোরালো সম্ভবনা রয়েছে।
উইকেটকিপার: ঋষভ পন্থ বর্তমানে ফার্স্ট চয়েস উইকেটকিপার। তবে সেভাবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না সাম্প্রতিককালে। তবে বিদেশের মাটিতে তিনিই এখন ভরসার অন্য নাম। সেঞ্চুরিয়নে কঠিন সময়ে দ্বিতীয় ইনিংসে তাঁর ৩৪ দলের কাজ অনেকটাই সহজ করে দিয়েছিল। পন্থের জ্বলে ওঠার জন্য আদর্শ মঞ্চ হতে পারে ওয়ান্ডারার্স।
স্পিনার: সুপারস্পোর্ট পার্কে অশ্বিন মোটামুটি ভদ্রস্থ পারফর্ম করেছিলেন। দ্বিতীয় ইনিংসে পেস সহায়ক পিচেও অশ্বিন তিন উইকেট তুলে নিয়েছিলেন। একমাত্র স্পিনার হিসাবে অশ্বিনের অন্তর্ভুক্তি প্রায় পাকা।
আরও পড়ুন: সৌরভ নয়, কোহলিই মিথ্যাবাদী! দাদার পাশে দাঁড়িয়ে এবার বোমা প্রধান নির্বাচকের
পেসার: মহম্মদ সিরাজ-জসপ্রীত বুমরা-মহম্মদ শামি বিশ্বের অন্যতম সেরা পেস ব্যাটারি। তিন তারকাই প্ৰথম টেস্টে প্রোটিয়াজ ব্যাটিংকে শুইয়ে দিয়েছেন। শামি দুই ইনিংয়ে মিলিয়ে আট উইকেট শিকার করেছিলেন। সিরাজ-বুমরাকেও সামলাতে হিমশিম খেয়েছেন এলগাররা। তাই ভারতের পেস ত্রয়ী জো'বার্গ টেস্টেও নামতে মুখিয়ে রয়েছে। ইশান্ত শর্মা এখন সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না। তাঁর জায়গা ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন সিরাজ।
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ: কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন