Advertisment

সিরিজ হারের শঙ্কার মধ্যে বড়সড় ফাটকা ভারতের! ভাইজ্যাগে ভারতের স্ট্র্যাটেজিতে তুঙ্গে আলোচনা

India vs South Africa 3rd t20I: পরপর দুই ম্যাচ হেরে সিরিজ খোঁয়ানোর আশঙ্কায় ভারত। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ভারত কেমন একাদশ সাজায়, সেদিকে নজর ছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

না উমরান মালিক। না আর্শদীপ সিং। রবি বিশ্নোইও নন। প্ৰথম দুই ম্যাচে হারের একাদশই ভারত ধরে রাখল। বিশাখাপত্তনমে ভারত তৃতীয় টি২০ খেলতে নামছে সিরিজ হারের আশংকা নিয়ে।

Advertisment

সেই ম্যাচে ভাবা হয়েছিল জোড়া বদল ঘটাবে ভারত। প্ৰথম দুই ম্যাচে একদমই বিবর্ণ ছিলেন যুজবেন্দ্র চাহাল। অন্যদিকে, আবেশ খানও নজর কাড়তে পারছেন না। ধরা হচ্ছিল, চাহাল এবং আবেশ খানকে বসিয়ে ভারত নামিয়ে দেবে আর্শদীপ সিং অথবা উমরান মালিকের মত তরুণ তুর্কিকে। সেই সঙ্গে স্পিন ডিপার্টমেন্টেও রবি বিশ্নোইকে নামানোর দাবি জোরদার হয়েছিল। তবে তা হয়নি।

আরও পড়ুন: IPL-এর গর্বে বেফাঁস মন্তব্য সৌরভের! ছিঃ ছিঃ করে উঠল ক্রিকেট মহল

মরণ বাঁচন ম্যাচে এই ঘটনা কার্যত ফাটকারই সমান। এমনটাই ধারণা ক্রিকেট মহলের।

এদিকে, আবারও টসে হারলেন ঋষভ পন্থ। প্ৰথমে দক্ষিণ আফ্রিকা যথারীতি বোলিংয়ের সিদ্ধান্ত নিল। টসে জিতলে পন্থও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেন। প্রোটিয়াজ নেতা বাভুমা জানালেন, পিচে হলুদাভ আভা রয়েছে। শিশির ফ্যাক্টরের কথা ভেবেই প্ৰথমে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সিদ্ধান্ত। প্রোটিয়াজরাও অপরিবর্তিত একাদশ নামানোর সিদ্ধান্ত নিয়েছে।

তৃতীয় টি২০-তে ভারতের প্ৰথম একাদশ:
ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান

Indian Cricket Team South Africa
Advertisment