টানা দুটো টি২০ হেরে ঘরের মাঠে সিরিজ খোঁয়ানোর দোরগোড়ায় টিম ইন্ডিয়া। সিরিজে বেঁচে থাকতে মঙ্গলবারের টি২০-তে জিততেই হবে ভারতকে। বোলিং হোক বা ব্যাটিং- টিম ইন্ডিয়া মোটেই প্রত্যাশা মত পারফরম্যান্স উপহার দিতে পারছে না। তাই বিশাখাপত্তনমে তৃতীয় টি২০-তে ভারতীয় দলে একটি অথবা জোড়া বদল ঘটতে পারে।
ঈশান কিষান এবং রুতুরাজ গায়কোয়াডের ওপেনিং জুটি প্ৰথম টি২০ মাতিয়ে দিয়েছিল। তবে দ্বিতীয় টি২০'তে দাগ কাটতে পারেননি দুজনে। তবে এই দুজনকে ওপেনিংয়ে ধরেই তৃতীয় ম্যাচে নামবে ভারত। ঘটনা হল, ওপেনিংয়ে বদল করতে চাইলেও ভারত পারবে না। কারণ কেএল রাহুল ছিটকে যাওয়ার পরে নতুন কোনও বিকল্পের নাম ঘোষণা করেননি নির্বাচকরা।
তিন এবং চার নম্বর পজিশনে যথারীতি থাকবেন শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ। স্লগ ওভারে মারমার কাটকাট ব্যাটিংয়ের দায়িত্ব থাকবে দীনেশ কার্তিক এবং হার্দিক পান্ডিয়ার ওপর। ভুবনেশ্বরে দীনেশ কার্তিকের আগে অক্ষর প্যাটেলকে নামানোর স্ট্রাটেজি মোটেই কার্যকর হয়নি। এর জন্য চূড়ান্ত সমালোচিতও হয়েছেন পন্থ। তবে তৃতীয় টি২০'তে মিডল অর্ডারে বড়সড় ভূমিকায় দেখা যেতে পারে কার্তিককে।
আরও পড়ুন: IPL-এর গর্বে বেফাঁস মন্তব্য সৌরভের! ছিঃ ছিঃ করে উঠল ক্রিকেট মহল
বল হাতে মোটেই সেভাবে নজর কাড়তে পারেননি অক্ষর প্যাটেল। তবে অলরাউন্ড দক্ষতার জন্য তিনি সম্ভবত দলে জায়গা টিকিয়ে রাখতে পারেন। তবে চাহালকে সম্ভবত বাদ পড়তে হচ্ছে। প্ৰথম দুই ম্যাচেই নখদন্তহীন লেগেছে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীকে। তাঁর জায়গায় দলে ঢুকতে পারেন রবি বিশ্নোই।
হর্ষল প্যাটেল এবং ভুবনেশ্বর কুমার পেস বোলিং বিভাগে নিজেদের জাত চিনিয়েছেন। যদিও আবেশ খান সুপার ফ্লপ। আবেশ খানের জায়গায় উমরান মালিক অথবা আর্শদীপ সিংয়ের পদার্পন ঘটতে পারে প্ৰথম একাদশে। তবে দলে বেশিদিন থাকার সুবাদে শিকে ছেঁড়ার সম্ভবনা বেশি আর্শদীপ সিংয়ের।
তৃতীয় টি২০-তে ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবি বিশ্নোই, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক/আর্শদীপ সিং