India vs South Africa 3rd Test: শনিবার থেকে রাঁচিতে শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা চলতি টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্য়াচ। এদিন জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি।
ভারতের শুরুটা একেবারেই প্রত্য়াশিত হয়নি। বলা ভালো বিশাখাপত্তনম আর পুণে টেস্টের ঠিক উল্টোটাই হল। প্রোটিয়া বোলারদের দাপটে শুরুতেই ভারত হারিয়ে ফেলল তিন উইকেট। লাঞ্চে ভারতের স্কোরবোর্ডে ৩ উইকেট হারিয়ে ৭১। দলকে টানছেন রোহিত শর্মা।
আরও পড়ুন: ভিডিও দেখুন: অট্টহাসি বিরাটের, এবার ফাফের প্রক্সি অধিনায়কও টস হারলেন
That will be Lunch on Day 1 of the 3rd Test. #TeamIndia 71/3
Updates – https://t.co/C1pvkUWqrT #INDvSA pic.twitter.com/Ap9du114y7
— BCCI (@BCCI) October 19, 2019
এদিন ময়াঙ্ক আগরওয়াল এবং রোহিত শর্মা ওপেন করতে নামেন। মাত্র ১০ রানে ফিরে যান ময়াঙ্ক। কাগিসো রাবাদার বলে ডিন এলগারের হাতে জমা পড়েন তিনি। ১২ রানেই ভারত প্রথম উইকেট হারায়। এরপর ক্রিজে আসেন চেতেশ্বর পূজারা। তাঁকে শূন্য় রানে ফিরতে হয়। আবারও সেই রাবাদা। পূজারাকে এলবিডব্লিউ আউট করেন তিনি।
LUNCH | IND 7️⃣1️⃣/3️⃣
A good morning for the Proteas with Kagiso Rabada and Anrich Nortje bowling superbly.
Rabada has taken 2 sticks while Nortje got his first Test wicket.
????Rohit Sharma 38 (68)
???? Ajinkya Rahane 11 (20)#INDvSA#ProteaFire pic.twitter.com/MffRJfklfI— Cricket South Africa (@OfficialCSA) October 19, 2019
অন্য়দিকে রোহিত একটা প্রান্ত ধরে রাখেন। ডিজাস্টার ম্য়ানেজমেন্টের জন্য় সমর্থকরা ভরসা রেখেছিলেন ক্য়াপ্টেন কোহলির ওপর। কিন্তু অ্যানরিচ নোকিয়ার বলে কোহলিকেও এদিন এলবিডব্লিউ হয়ে ফিরে যেতে হয় মাত্র ১২ রানে। ভারতকে আশার আলো দেখাচ্ছেন রোহিত ও অজিঙ্ক রাহানে। হিটম্য়ান ৩৮ রানে ও রাহানে ১১ রানে অপরাজিত রয়েছেন ক্রিজে।