Advertisment

গোড়ালি গেল বেঁকে! অসহ্য যন্ত্রণায় মাঠ ছাড়লেন বুমরা, দেখুন মর্মান্তিক ভিডিও

বুমরার হঠাৎ চোটে ভারতীয় শিবিরে নতুন করে আশঙ্কা। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেন তারকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে মাঠ ছাড়তে হল জসপ্রীত বুমরাকে। বোলিং করার সময়ে গোড়ালি মচকে গেল তারকার। তারপরেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে বাধ্য হলেন তিনি। আপাতত দলের ফিজিও বুমরার চোটের ওপর নজর রাখছে।

Advertisment

বোর্ডের তরফে পরে আপডেট দিয়ে জানানো হল, গোড়ালি মচকে গিয়েই যাবতীয় বিপত্তি। বোলিং করার সময়ে গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। বুমরার বদলে পরিবর্ত ফিল্ডার হিসাবে নেমেছেন শ্রেয়স আইয়ার। বোর্ডের মেডিক্যাল টিম বুমরার পরিচর্যায় আপাতত ব্যস্ত।

দক্ষিণ আফ্রিকা ইনিংসের ১১তম ওভারের ঘটনা। সেই ওভারেই যত কাণ্ড। রসি ভ্যান ডের ডুসেনকে ওভারের পঞ্চম বল করার পরেই মাটিতে পড়ে যান তারকা। পরে রিপ্লেতে দেখা যায়, বুমরার গোড়ালি খুব খারাপভাবে মচকে গিয়েছে। ২৮ বছরের তারকা পেসারকে সঙ্গেসঙ্গেই মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: বুমরার স্বপ্নের ডেলিভারিতে শুরুর ওভারেই আউট এলগার, দেখুন দুরন্ত ভিডিও

ওভারের অবশিষ্ট বল করার জন্য মহম্মদ সিরাজের হাতে বল তুলে দেন ক্যাপ্টেন বিরাট। পরে টিভি ক্যামেরায় দেখানো হয়, দলের ফিজিও বুমরার গোড়ালির কাছে একটি টেপ লাগিয়ে দিছেনজ যাতে আহত স্থান আরও আঘাতপ্রাপ্ত না হয়।

বুমরার মারাত্মক চোট সত্ত্বেও ভারত সেঞ্চুরিয়ন টেস্টে যথেষ্ট ভাল পজিশনে। দিনের শুরুতে ব্যাটিং ব্যর্থতায় ভারত মাত্র ৩২৭-এ থেমে গেলেও দক্ষিণ আফ্রিকাকে কিছুক্ষণের মধ্যেই ভারত ৩৩/৪ করে দেয়। প্ৰথম ওভারে অবিশ্বাস্য ডেলিভারিতে ক্যাপ্টেন এলগারকে ফেরান বুমরা। এরপরে জোড়া উইকেট শিকার করেন মহম্মদ শামি। পরপর আউট করেন ওপেনার আইডেন মারক্রাম এবং কিগান পিটারসেনকে। সিরাজও তুলে নেন ভ্যান ডার দুসেনের উইকেট।

প্রাথমিক ঝটকা সামলে প্রোটিয়াজদের ইনিংস আপাতত টানছেন তেম্বা বাভুমা এবং কুইন্টন ডিকক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Jasprit Bumrah South Africa
Advertisment