ভারত: ৩২৭/১০, ১৭৪/১০
দক্ষিণ আফ্রিকা: ১৯৭/১০, ১৯১/১০
সিংহের ডেরায় ঢুকে ভারত এবার সিংহ শিকার করল। বক্সিং ডে টেস্টে প্রোটিয়াজদের উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ভারতের পেস ব্যাটারির সামনে খতম মাত্র ১৯১ রানে। ১১৩ রানে টেস্ট জিতে ভারত সিরিজে ১-০ এগিয়ে গেল।
একটা গোটা দিন নষ্ট হয়ে গিয়েছিল বৃষ্টিতে। তা সত্ত্বেও শেষ দিনে কার্যত দুটো সেশন হাতে নিয়ে জয় পেল ভারত। এতেই স্পষ্ট প্ৰথম টেস্টে ভারতের দাপট কতটা ছিল।
চতুর্থ দিনের শেষবেলায় বুমরা জোড়া শিকার করায় ভারত জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল। শেষ দিনে ভারতকে তুলতে হত বাকি হাফডজন উইকেট। তবে কোহলি এন্ড কোং-কে চিন্তায় রেখেছিল বৃষ্টি।
আরও পড়ুন: আর কতদিন অফফর্ম চলবে! কোহলিকে বাদ দেওয়ার দাবিও এবার উঠে গেল
তবে সেই ভ্রুকুটি উড়িয়ে ভারত পঞ্চম দিনে ২৮ ওভারের মধ্যে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল। মহম্মদ শামি প্ৰথম ইনিংসে পাঁচ শিকারের পরে দ্বিতীয় ইনিংসেও তুললেন তিন উইকেট। বুমরার সংগ্রহেও তিন শিকার। দুটো করে উইকেট তুললেন সিরাজ এবং অশ্বিন।
বুধবার রাসি ভ্যান ডার ডুসেন এবং কেশব মহারাজকে ফিরিয়ে দেওয়ার পরে দক্ষিণ আফ্রিকা ৯৪/৪-এ দিন শেষ করেছিল। পঞ্চম দিনে প্রোটিয়াজদের আশা ছিল বৃষ্টি। ক্রিজে তেম্বা ভাবুমা এবং ডিন এলগার পঞ্চম দিনের শুরুটা করেন। দুজনে মিলে স্কোরবোর্ডে ৩৬ তুলে দিয়েছিলেন। এরপরে এলগার (৭৭)কে বুমরা ফিরিয়ে দলকে জয়ের ট্র্যাকে নিয়ে আসেন। এরপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রোটিয়াজদের লোয়ার মিডল অর্ডার। বাভুমা (৩৫) এবং কুইন্টন ডিকক (২১) কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে সেটা যথেষ্ট ছিল না দলকে বাঁচানোর জন্য।
ভারতের টেস্ট স্কোয়াড:
মায়াঙ্ক আগারওয়াল, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, প্রিয়ঙ্ক পাঞ্চাল, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, উমেশ যাদব
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন