Advertisment

বুমরার ৫ উইকেটে ঝলসে গেল প্রোটিয়াজরা! ব্যাটিং ব্যর্থতা ঢেকে ফের হিরোগিরি বোলারদের

বুমরা ফের একবার বিদেশের মাটিতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ। একাই কার্যত ধুয়ে দিলেন প্রোটিয়াজ ব্যাটসম্যানদের।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারত: ২২৩/১০
দক্ষিণ আফ্রিকা: ২১০/১০

Advertisment

ফের বুমরা ম্যাজিক। ফের বুমরার ভেলকি। সেই ভেলকিতে ভর করে ভারত দক্ষিণ আফ্রিকাকে প্ৰথম ইনিংসে গুটিয়ে দিল মাত্র ২১০ রানে। ২২৩ রানে টিম ইন্ডিয়া খতম হয়ে যাওয়ার পরে কোহলিদের লিড পাওয়া নিয়ে সংশয় ছিল। তবে নিউল্যান্ডসে ভারতীয় পেসারদের দাপটে শেষমেশ প্ৰথম ইনিংসে ১৩ রানের লিড নিয়ে মাঠ ছাড়ছে কোহলিরা।

দিনের প্ৰথম ওভারেই বুমরা ফিরিয়ে দিয়েছিলেন গতকাল অপরাজিত থাকা ওপেনার মারক্রামকে। তারপরে মাঝে ভ্যান ডার ডুসেন-কিগান পিটারসেনের মধ্যে ৬৭ রানের পার্টনারশিপ এবং শেষদিকে প্রোটিয়াজ টেল এন্ডারদের মরিয়া লড়াই বাদে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে বলার মত কিছু নেই।

সিরিজ নির্ধারক টেস্টে ভারত পুনরায় ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে মাত্র ২২৩ রানে অলআউট হয়ে গিয়েছে। তারপরে দিনের শেষে দক্ষিণ আফ্রিকা এলগারকে হারিয়ে ১৭/১ ছিল। দ্বিতীয় দিনের ফার্স্ট সেশনে ভারত দক্ষিণ আফ্রিকার আরও দুই উইকেট ফেলে দেয়- কেশব মহারাজ এবং আইডেন মারক্রামকে। কেশব মহারাজ এবং মারক্রাম ভরসা জোগাচ্ছিলেন প্রোটিয়াজদের। তবে উমেশ যাদবকে কোহলি কিছুক্ষণ পরে আক্রমণে নিয়ে আসেন। প্ৰথম স্পেলেই উমেশ ফিরিয়ে দেন কেশব মহারাজকে।

আরও পড়ুন: শামিকে কেন ওয়ার্নিং, মেজাজ হারিয়ে মাঠেই আম্পায়ারকে তোপ কোহলির, দেখুন ভিডিও

দ্রুত ৩ উইকেট হারানোর পরে কিগান পিটারসেন এবং ভ্যান ডার ডুসেন প্রোটিয়াজদের হয়ে ভাল পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। লাঞ্চের সময় দক্ষিণ আফ্রিকা ৩৫ ওভারে ১০০/৩ ছিল।

এরপরে পুরোটাই ভারতীয় বোলারদের দাদাগিরি। কিগান পিটারসেন একপ্রান্ত আগলে ৭২ করলেও বাকিরা কেউ দাঁড়াতে পারেননি। ডুসেন (২১), বাভুমা (২৮) কেউই উমেশদের সামনে আর বড় রান খাড়া করতে পারেননি।

শেষদিকে, দক্ষিণ আফ্রিকা ১৭৯/৮ হয়ে যাওয়ার পরে শেষ দুই উইকেটে রাবাদা-অলিভিয়েররা মরিয়া লড়াই চালিয়ে ভারতীয় ইনিংসের সঙ্গে ব্যবধান কমিয়ে আনেন।

ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Team Jasprit Bumrah Mohammed Shami Indian Cricket Team South Africa
Advertisment