Advertisment

প্রোটিয়াজ সফরেই শেষ সুযোগ! জাতীয় দলের জায়গা চিরতরে হারাতে পারেন এই তিন তারকা

দক্ষিণ আফ্রিকা সফরের পরে ফায়ারিংয়ের সামনে পড়তে পারেন তিন তারকা। তাঁদের দিকে নজর রয়েছে সকলের।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারত দক্ষিণ আফ্রিকা সফরে তিনটে করে টেস্ট এবং ওয়ানডে খেলবে। টেস্টে ক্যাপ্টেন বিরাট কোহলি। ভাইস ক্যাপ্টেন কেএল রাহুল। ২৬ ডিসেম্বর থেকে প্ৰথম টেস্ট। টেস্ট সিরিজ শেষ হলেই ওয়ানডে সিরিজ শুরু হবে।

Advertisment

১৯-২৩ জানুয়ারির মধ্যে দুই দল তিনটে করে ওয়ানডে খেলবে। রোহিত শর্মা ওয়ানডে সিরিজ থেকেই নেতৃত্বের দায়িত্ব পালন করবেন। কেএল রাহুল যথারীতি ভাইস ক্যাপ্টেন। প্রোটিয়াজ সফরের ওয়ানডে স্কোয়াড এখনও ঘোষণা করেনি বোর্ড। বিজয় হাজারে ট্রফিতে ভাল খেলা বেশ কিছু তারকাকে সুযোগ দেওয়া হতে পারে। তবে বেশ কিছু সিনিয়র তারকার দিকেও নজর থাকবে টিম ইন্ডিয়ার। তবে বেশ কিছু তারকার কাছে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজও সম্ভবত শেষ সুযোগ হতে চলেছে। দেখে নেওয়া যাক তাঁদের-

আরও পড়ুন: অশ্বিনকে মানসিকভাবে বিপর্যস্ত করেন শাস্ত্রী! বোমা ফাটিয়ে স্বীকার করলেন তারকা

) শিখর ধাওয়ান: বর্তমানে একদমই ফর্মে নেই ধাওয়ান। বিজয় হাজারে ট্রফিতে ছন্দহীন তিনি। তাঁর ব্যাট থেকে বেরিয়েছে মাত্র ৫৬ রান। টেস্ট তো বটেই টি২০ থেকে আগেই বাদ পড়েছেন ধাওয়ান। এর মাঝে রুতুরাজ গায়কোয়াডের মত তরুণ তারকার উত্থান ঘটেছে। প্রোটিয়াজ সফরে রুতুরাজকে বাইরে রেখে ধাওয়ানকে শেষ সুযোগ দেওয়া হবে। পারফর্ম না করলে বাদ পড়ে যেতে পারেন চিরতরে। দক্ষিণ আফ্রিকা সফরই শেষ সুযোগ হতে চলেছে তারকার।

২) ভুবনেশ্বর কুমার: বহুদিন ধরে বল হাতে ফর্মে নেই ভুবনেশ্বর কুমার। বয়স মাত্র ৩১। ত্রিশের শুরুতে সাধারণত ক্রিকেটাররা সেরা ফর্মে পৌঁছন। তবে ভুবনেশ্বর কুমার মোক্ষম সময়ে ফর্ম হারিয়ে বসেছেন। বলের গতি তো কমেইছে, সেই সঙ্গে আগের মত এক বিঘত সুইংও করাতে পারেন না।

অফ ফর্ম সত্ত্বেও ভুবনেশ্বরের ওপর আস্থা রেখে ভারত বিশ্বকাপে রেখেছিল তারকাকে। তবে দলকে হতাশ করেছেন তারকা। পাকিস্তানের বিপক্ষে দলকে বেনজির ব্যর্থতায় ডুবিয়ে দিয়েছেন। রোহিত শর্মার অধিনায়কত্বে ভুবনেশ্বরকে ঘরের মাঠে টি২০ সিরিজে নির্বাচিত করা হয়েছিল। তিন ম্যাচে ভুবনেশ্বরের দখলে মাত্র ৩ উইকেট।

আরও পড়ুন: অবসরের ভাবনা অশ্বিনেরও! বিস্ফোরক স্বীকারোক্তিতে তোলপাড় ফেললেন ঘূর্ণি-সম্রাট

আবেশ খান, উমরান মালিক, মহম্মদ সিরাজরা উল্কার গতিতে উঠে এসেছেন সাম্প্রতিক সময়ে। এরকম খারাপ পারফরম্যান্স চলতে থাকলে ভুবনেশ্বর সম্ভবত জাতীয় দল থেকে চিরতরে জায়গা হারাবেন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ ভুবনেশ্বরের কাছে এসিড টেস্ট হতে চলেছে। কেরিয়ারের শেষ সিরিজ হয়ত এটাই।

৩) হার্দিক পান্ডিয়া: টি২০ বিশ্বকাপে জোর করেই নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পারফর্ম না করতে পারায় হার্দিক চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছিলেন। ফিটনেসের কারণে শেষ ম্যাচের আগে বল করতেও দেখা যায়নি তারকাকে। তারপরে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়তে হয়েছে তারকা অলরাউন্ডারকে। আপাতত ফিটনেসের জন্য মুম্বইয়ে রিহ্যাব করছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে সম্ভবত হার্দিককে রাখা হবে না। তবে কোনও কারণে হার্দিককে সুযোগ দেওয়া হলেও তাঁকে আশাতীত পারফর্ম করতে হবে।

অলরাউন্ডার হিসাবে শার্দূল ঠাকুরের সঙ্গে ভেঙ্কটেশ আইয়ার দারুণভাবে উঠে এসেছেন। তাই হার্দিকের জায়গা ধরে রাখা মোটেই সহজ হবে না। ভারতীয় ক্রিকেটে যেরকম প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তাতে বলাই যায়, দক্ষিণ আফ্রিকা সফরই হার্দিকের জন্য শেষ সুযোগ হতে চলেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Hardik Pandya Shikhar Dhawan Indian Cricket Team
Advertisment