India vs South Africa Virat Kohli makes 14th ODI duck gets out to Keshav Maharaj Sports: ফের ০ রানে আউট কোহলির! সুপারস্টারকে ফিরিয়ে ইতিহাসে মহারাজ, দেখুন ভিডিও | Indian Express Bangla

ফের ০ রানে আউট কোহলি! সুপারস্টারকে ফিরিয়ে ইতিহাসে মহারাজ, দেখুন ভিডিও

একদিনের ক্রিকেটে ১৪ নম্বর ডাক করলেন কোহলি। আউট হয়ে গেলেন কেশব মহারাজের বলে।

ফের ০ রানে আউট কোহলি! সুপারস্টারকে ফিরিয়ে ইতিহাসে মহারাজ, দেখুন ভিডিও

ইতিহাসে নাম তুলে ফেললেন কেশব মহারাজ। পার্লের বোল্যান্ড পার্কে কোহলিকে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরিয়ে। দ্বিতীয় ওয়ানডেতে শিখর ধাওয়ান আউট হওয়ার পরে ব্যাট করতে নেমেছিলেন কোহলি। কাঁধে ছিল দলের ইনিংসকে টানার দায়িত্ব।

তবে সেই দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ মহাতারকা। কেশব মহারাজের বলে তেম্বা বাভুমার হাতে সহজ ক্যাচ তুলে বিদায় নেন তিনি। খেললেন মাত্র ৫ বল। রানের খাতা খুলতেই পারলেন না। এই নিয়ে একদিনের ক্রিকেট কেরিয়ারে ১৪বার শূন্য রানে আউট হলেন তারকা। এর আগে ১৩ বারই পেসারদের বলে আউট হয়েছিলেন। এই প্ৰথমবার কোনও স্পিনারের বলে ওয়ানডেতে শূন্য রানে আউট হলেন তিনি।

সবমিলিয়ে কোহলি প্রায় দু বছর পরে ওয়ানডেতে ডাক করলেন। শেষবার শূন্য রানে কোহলি আউট হয়েছিলেন ২০১৯-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাইজ্যাগে। কোহলি ওয়ানডেতে প্ৰথম শূন্য করেছিলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে বুলাওয়েতে। ২০১০ এবং ২০১১-এ ২ বার করে, ২০১২-এ ১ বার, ২০১৩-য় ৩ বার, ২০১৪-য় ১ বার এবং ২০১৭-য় ২বার ডাক করেছিলেন কোহলি।

আরও পড়ুন: চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার! তবু দ্বিতীয় ODI-তে বাইরেই সূর্যকুমার-রুতুরাজ

২০১৯-এ কোহলি প্ৰথম বলেই ডাক করেন কায়রণ পোলার্ডের বলে। রস্টন চেজ ক্যাচ ধরেন। ওয়ানডেতে ১৪ বার ডাক করলেও ৪৩ সেঞ্চুরির মালিক তিনি। শচীনের (৪৯) পরেই এই তালিকায় তিনি দ্বিতীয়।

যাইহোক, কোহলি এদিন আউট হতেই ভারত সমস্যায় পড়ে গিয়েছিল। ভারত ৬৪/২ হয়ে যায়। ঠিক তার কিছুক্ষণ আগেই আউট হয়েছিলেন শিখর ধাওয়ান। প্ৰথম ওয়ানডেতে ৭৯ করার পরে দিল্লির তারকা ওপেনার শুক্রবার করলেন ৩৮ বলে ২৯। পার্ট টাইম বোলার আইডেন মারক্রামের বলে ফিরতে হয় ধাওয়ানকে। আপাতত ইনিংস গড়ার দায়িত্ব অধিনায়ক কেএল রাহুলের কাছে। দ্বিতীয় ওয়ানডে হারলেই সিরিজ খোয়াবে টিম ইন্ডিয়া। ভারতের জয়ই একমাত্র সিরিজের আকর্ষণ ধরে রাখবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: India vs south africa virat kohli makes 14th odi duck gets out to keshav maharaj

Next Story
মুম্বই রিলিজ করতেই কেল্লাফতে হার্দিকের! আহমেদাবাদের ক্যাপ্টেন হয়েই কামাবেন কোটি কোটি