Advertisment

ভয়ঙ্কর ভুবনেশ্বরে খতম শ্রীলঙ্কা, টি২০-তে মারকাটারি শুরু টিম ইন্ডিয়ার

পৃথ্বী শ রবিবারই ভারতের জার্সিতে টি২০-তে প্রথম নামলেন। অন্যদিকে অভিষেক ঘটল কেকেআরের বরুণ চক্রবর্তীরও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত: ১৬৪/৫

শ্রীলঙ্কা: ১২৬/১০

Advertisment

প্রথম টি২০-তে কার্যত কোনো ঘাম না ঝড়িয়েই জিতে গেল ভারত। ভারতের ১৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কা অলআউট গেল ১২৬-এ। পুরো ২০ ওভারও টানতে পারল না শ্রীলঙ্কা। নয় বল আগেই গুটিয়ে গেল লঙ্কানদের ইনিংস। ভুবনেশ্বর কুমার-চাহাল-চাহারদের সামনে শ্রীলঙ্কা হেরে বসল ৩৮ রানে।

আর ভারতকে এদিন জেতাল সূর্যকুমার-ধাওয়ানের ব্যাট এবং ভুবনেশ্বর কুমারের বোলিং। প্ৰথমে স্পেলে ভুবনেশ্বর মোটেই নজর কাড়তে পারেননি। প্ৰথম দুই ওভারেই ভুবনেশ্বর খরচ করে ফেলেন ওভার পিছু প্রায় ৯ রান। তবে শেষের দিকে আগুনে ভুবনেশ্বরের সামনে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। একাই ৪ উইকেট নিয়ে খতম করে দেন তারকা পেসার। দীপক চাহারও নেন জোড়া উইকেট। হার্দিক, ক্রুনাল, অভিষেক ঘটানো বরুণ চক্রবর্তী, চাহাল প্রত্যেকের ঝুলিতেই একটি করার উইকেট।

আরো পড়ুন: ভুবনেশ্বরকে নেওয়া হবে না টেস্টে! তারকাকে নিয়ে সৌরভদের পরিকল্পনা ফাঁস হয়ে গেল

টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। শ্লথ পিচে আগে ফিল্ডিং করার পক্ষে লঙ্কান নেতা শানাকার যুক্তি ছিল, দ্বিতীয় ইনিংসে পিচ অনেকটাই সহজ হয়ে আসবে। এমন পিচে ব্যাট করতে নেমেই ভারত কোনরকমে দেড়শ পেরোয় ক্যাপ্টেন ধাওয়ান এবং সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে। ভারতের হয়ে এদিন অভিষেক ঘটান পৃথ্বী শ। ওয়ানডেতে খেলার পর এদিনই জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটান তারকা।

তবে পৃথ্বী শ-য়ের প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচ মোটেই ভাল হল না। ইনিংসের প্ৰথম বলেই উইকেটকিপার ভানুকার হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। দ্বিতীয় উইকেটেই সঞ্জু স্যামসনের (২০ বলে ২৭) সঙ্গে হাফসেঞ্চুরি পার্টনারশিপ গড়ে যান ক্যাপ্টেন ধাওয়ান (৩৬ বলে ৪৬)। এদিন শুরুটা ভালো করলেও বেশিদূর নিজের ইনিংস টানতে পারলেন না সঞ্জু। ধনঞ্জয় ডিসিলিভার বলে লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

তৃতীয় উইকেটে ধাওয়ান এবং সূর্যকুমার যাদব (৩৪ বলে ৫০) আরো ৬২ রান যোগ করার পরে যখন মনে হচ্ছিল অনায়াসে ২০০র ওপর তুলে ফেলবে ভারত, সেই সময়েই শ্রীলঙ্কান স্পিনাররা দলকে ম্যাচে ফেরান। শেষদিকে ঈশান কিষান ২০ করে দলকে দেড়শ পেরোতে সাহায্য করেন। লঙ্কানদের হয়ে জোড়া উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দুষ্মন্ত চামিরা।

আরও পড়ুন: দেশেরই নয়, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও জানেন হার্দিক! দুরন্ত কীর্তির ভাইরাল ভিডিও দেখুন

ভারত: শিখর ধাওয়ান, পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী

শ্রীলঙ্কা: অবিষ্কা ফার্নান্দো, মিনোদ ভানুকা, ধনঞ্জয় ডিসিলিভা, চরিত আশালঙ্কা, দাসুন শানাকা, আসেন ভান্ডারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়, দুষ্মন্ত চামিরা

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Sri Lanka
Advertisment