কোহলির শততম টেস্টে চমক ভারতের প্ৰথম এগারোয়! পূজারা-রাহানের জায়গায় কারা, স্পষ্ট হল

মোহালিতে প্ৰথম টেস্টে খেলতে নেমেছে ভারত। রোহিতের নেতৃত্বের অভিষেক টেস্ট এবং কোহলির ১০০তম টেস্টের জন্য স্মরণীয় হতে চলেছে মোহালি টেস্ট।

মোহালিতে প্ৰথম টেস্টে খেলতে নেমেছে ভারত। রোহিতের নেতৃত্বের অভিষেক টেস্ট এবং কোহলির ১০০তম টেস্টের জন্য স্মরণীয় হতে চলেছে মোহালি টেস্ট।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

জোড়া সিমার দুই পেসার নিয়ে দল সাজালো ভারত। কোহলির শততম টেস্টে কেমন এগারো বাছে, সেদিকেই ছিল নজর। রোহিত শর্মা মোহালিতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisment

টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছেন পূজারা-রাহানে। দুজনের পরিবর্তে যে হনুমা বিহারি এবং শ্রেয়স আইয়ারকে নামানো হবে, তা কার্যত নিশ্চিত ছিল। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামছেন মায়াঙ্ক আগারওয়াল। বাইরে বসতে হচ্ছে শুভমান গিলকে।

তিন নম্বরে পূজারার জায়গায় হনুমা বিহারি। চার এবং পাঁচে যথাক্রমে শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ। তিন স্পিনারে ভারত দল সাজিয়েছে জাদেজা-অশ্বিন এবং জয়ন্ত যাদবকে দিয়ে। জোড়া সিমার হিসাবে যথারীতি মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরা।

Advertisment

টসে জেতার পরে রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, "প্ৰথমে ব্যাট করে স্কোরবোর্ডে অনেক রান তুলতে হবে আমাদের। দেশের জার্সিতে অধিনায়কত্ব করা দারুন সম্মানের বিষয়। কখনই এমন স্বপ্ন দেখিনি। এই টেস্টে নামার জন্য মুখিয়ে ছিলাম। এই টেস্ট নিয়ে বেশ আলোচনা চলছে। খুব বেশি ক্রিকেটার ১০০ টেস্ট খেলতে পারে না। দুজন সিমার এবং তিন স্পিনার নিয়ে আমরা খেলতে নামছি।"

আরও পড়ুন: নিয়ম ভেঙে বারবার নির্বাচক কমিটির বৈঠকে সৌরভ! বিষ্ফোরক অভিযোগে তোলপাড় ভারতীয় ক্রিকেট

শততম টেস্টে খেলতে নামার আগে কোহলি সংবর্ধিত হলেন। রাহুল দ্রাবিড় বিশেষ টুপি তুলে দিলেন মহাতারকার হাতে। কোচ দ্রাবিড় জানালেন, "ও এই সম্মানের পুরোপুরি যোগ্য। ড্রেসিংরুমে বলেছি, এই সংখ্যাটা দ্বিগুণ করতে হবে।"

সম্মানের মঞ্চে দাঁড়িয়ে কোহলি জানালেন, "ধন্যবাদ রাহুল ভাই। এটা আমার কাছে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। স্ত্রী এখানে রয়েছে। আমার ভাই-ও গ্যালারিতে রয়েছে। ক্রিকেট দলগত খেলা। সকলের অবদান ছাড়া এই জায়গায় পৌঁছতে পারতাম না। বোর্ডকে ধন্যবাদ। শৈশবের হিরোর কাছ থেকে এই সম্মান পাওয়ার থেকে ভাল কিছুই হতে পারে না। যুব পর্যায়ে দ্রাবিড়ের সঙ্গে আমার সেই ছবি এখনও রয়েছে।"

আরও পড়ুন: কোহলির সংবর্ধনা মঞ্চে অনুষ্কা কেন! বেনজির বিতর্কে দগ্ধ ঐতিহাসিক টেস্ট

ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা

Virat Kohli BCCI Sri Lanka Indian Cricket Team Indian Team