Advertisment

চরম ব্যর্থ মনীশ পান্ডে কি বাদ! শ্রীলঙ্কায় দ্বিতীয় ম্যাচের আগেই জল্পনা তুঙ্গে

ব্যাট হাতে দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষে একদমই নজর কাড়তে পারেননি মনীশ পান্ডে। তারপরেই প্ৰথম একাদশে তাঁর জায়গা নিয়ে উঠে গিয়েছে প্ৰশ্ন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রথম ওয়ানডেতেই দ্বিতীয় সারির ভারতীয় দল কার্যত উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। ব্যাটে-বলে অপ্রতিরোধ্য পারফরম্যান্স করে লঙ্কানদের কার্যত দাঁড়াতেই দেয়নি শিখর ধাওয়ানের টিম ইন্ডিয়া। ঘূর্ণি বোলিংয়ে কুলদীপ-চাহালরা যেমন ব্যতিব্যস্ত করেছেন লঙ্কান ব্যাটসম্যানদের, তেমন ব্যাট হাতে পৃথ্বী শ, ঈশান কিষানরা ফালাফালা করে দিয়েছেন।

Advertisment

রবিবারে প্রথম ওয়ানডেতে টিম ইন্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স সত্ত্বেও একটাই কাঁটা এখনো খচখচ করছে। মনীশ পান্ডের হল তা কী! দুর্বল অনভিজ্ঞ লঙ্কান বোলিং পেয়েও ব্যাটে ব্যর্থ তারকা। ঈশান, পৃথ্বীরা যেখানে পাড়ার ম্যাচ খেলার ভঙ্গিতে ইচ্ছামত, চার-ছক্কা হাঁকিয়েছেন, সেখানে মনীশ পান্ডের অবদান ৪০ বলে মাত্র ২৬।

আরো পড়ুন: ১২২মিটার ছক্কা হজমে লজ্জার কীর্তি পাকিস্তানের! ব্যাটিংয়ে আগুন রাজস্থান তারকা, দেখুন ভিডিও

তরুণ ক্রিকেটারে বোঝাই দলে মনীশ পান্ডেকে রাখা হয়েছিল অভিজ্ঞতার কারণে। তবে অভিজ্ঞতার কোনো ফায়দা তুলতে পারেননি তিনি। কখনই মনে হয়নি তিনি ফর্মে রয়েছেন। সামনেই বিশ্বকাপ। বিশ্বকাপের দল জায়গা পাওয়ার জন্য জাতীয় দলে এই শ্রীলঙ্কা সিরিজেই শেষ সুযোগ পেয়েছেন তিনি।

ঘটনা হল, টিম ম্যানেজমেন্ট রিজার্ভ বেঞ্চে বসে থাকা দেবদূত পাডিক্কল, রুতুরাজ গায়কোয়াডদের মত ব্যাটসম্যানদের দেখে নিতে চায়। প্রথম ম্যাচে অভিজ্ঞতার কারণেই দলে জায়গা হয়েছিল মনীশ পান্ডের। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নামতে চলেছে ভারত। সেই ম্যাচে জয়ী একাদশই সম্ভবত ধরে রাখা হবে। মনীশ পাণ্ডের কাছে কলম্বোয় দ্বিতীয় ম্যাচই সম্ভবত শেষ সুযোগ। সেখানেও ব্যর্থ হলে বাকিদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে তাঁকে।

আরো পড়ুন: ওয়ানডে অভিষেকেই ছক্কা, হাফসেঞ্চুরির রেকর্ড! ঈশানের ব্যাটিংয়ে ফালাফালা শ্রীলঙ্কা, দেখুন ভিডিও

মনীশ পান্ডে পর্ব বাদ দিলে প্রত্যেকেই ছন্দে ছিলেন। ভুবনেশ্বর কুমারকে যদিও সেরা ফর্মে পাওয়া যায়নি পাটা পিচে। ভুবির বিবর্ণ থাকার দিনে বোলিংয়ে নেতৃত্ব দিলেন দীপক চাহার। তুলে নিলেন জোড়া উইকেটও। বারবার জাতীয় দল এবং কেকেআরে বাদ পড়ে আত্মবিশ্বাস তলানিতে চলে গিয়েছিল কুলদীপ যাদবের। তিনিও বল হাতে দুটো উইকেট নিয়ে নজর কেড়েছেন।

সবমিলিয়ে, দ্বিতীয় ওয়ানডেতে উইনিং কম্বিনেশন ভাঙা হবে, নাকি মনীশ পান্ডেকে জায়গা দেওয়া হবে প্ৰথম একাদশে, সেটাই দেখার।

ভারত দ্বিতীয় ওয়ানডের সম্ভাব্য একাদশ:
শিখর ধাওয়ান, পৃথ্বী শ, ঈশান কিষান, মনীশ পান্ডে, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Sri Lanka Cricket News Indian Cricket Team Sports News
Advertisment