Advertisment

শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় শ্রীলঙ্কার! কাছে গিয়েও হার তৃতীয় সারির ইন্ডিয়ার

করোনা সংক্রান্ত জটিলতায় একাধিক ক্রিকেটার বুধবার নামতে পারেননি। সেই কারণে একসঙ্গে চার ক্রিকেটারের অভিষেক ঘটেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত: ১৩২/৫

শ্রীলঙ্কা: ১৩৩/৬

Advertisment

তৃতীয় সারির দল নামিয়েছিল ভারত। সেই দলই শ্রীলঙ্কাকে প্রায় হারিয়ে দিয়েছিল। তবে টানটান ম্যাচে শেষ হাসি হাসল শ্রীলঙ্কা। ৪ উইকেট হাতে নিয়ে দু বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল লঙ্কানরা। এদিনের জয়ে টি২০ সিরিজেও ১-১ সমতা ফিরিয়ে আনল শ্রীলঙ্কা।

প্রথমে ব্যাট করে ভারতের অনভিজ্ঞ লাইন আপ স্কোরবোর্ডে ১৩২-এর বেশি তুলতে পারেনি। মন্থর পিচে ভারতকে একা টানেন অধিনায়ক শিখর ধাওয়ান (৪২ বলে ৪০)। অভিষেক হওয়া রুতুরাজ গায়কোয়াড (১৮ বলে ২১) এবং দেবদূত পাডিক্কল (২৩ বলে ২৯) শুরুটা ভাল করলেও বড় রানে টানতে পারেননি নিজেদের ইনিংস। ভারত থেমে যায় মাত্র ১৩২ রানে। সেই রান-ই শেষ ওভারে তুলে দেয় লঙ্কানরা।

আরো পড়ুন: হার্দিকের বদলে বাকিদের কেন সুযোগ নয়! কোহলিদের এবার তুলোধোনা গাভাসকারের

দলের আটজন করোনা সংক্রান্ত জটিলতায় নামতে পারেননি টিম ইন্ডিয়ার জার্সিতে। সেই কারণে একই সঙ্গে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটিয়ে দেওয়া হয় চার তারকাকে- দেবদূত পাডিক্কল, রুতুরাজ গায়কোয়াড, নীতিশ রানা এবং চেতন সাকারিয়া। দলে ব্যাটসম্যানের অভাবে ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে নামতে হয় ভুবনেশ্বর কুমারকে। মন্থর উইকেটে ভারত সূচনা ভাল করলেও মাঝের ওভারে লঙ্কান স্পিনারদের কাছে মুখ থুবড়ে পড়ে। সঞ্জু স্যামসন, নীতিশ রানা কেউ দলকে টানতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ভুবনেশ্বর-কুলদীপদের দাপটে একসময় ৯৪-৫, ১০৫-৬ হয়ে গিয়েছিল। আস্কিং রেটও লাগাম ছাড়া হয়ে যায়। তবে ধনঞ্জয় সিলভা (৩৪ বলে ৪০) শেষদিকে ফিনিশ করে ফেরেন। শেষ দু ওভারে লঙ্কানদের প্রয়োজন ছিল ২০ রান। তবে উনিশতম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন ধনঞ্জয়।

শেষ ওভারে আট রান দরকার ছিল। চেতন সাকারিয়ার ৪ বলেই সেই টার্গেট পেরিয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে জোড়া শিকার কুলদীপ যাদবের। একটি করে উইকেট নেন চেতন সাকারিয়া, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার, এবং বরুণ চক্রবর্তী।

নভদীপ সাইনি প্ৰথম একাদশে থাকলেও তাঁকে দিয়ে একওভারও করালেন না ক্যাপ্টেন ধাওয়ান। শেষ দিকে বাউন্ডারি বাঁচাতে গিয়ে হাতে চোটও পেলেন। বৃহস্পতিবার তৃতীয় টি২০-তে নভদীপ সাইনির বদলে একজন নেট বোলারকে যে প্রথম একাদশে দেখা যাবে, তা প্রায় নিশ্চিত।

আরো পড়ুন: একসঙ্গে চারজনের অভিষেক! তৃতীয় সারির দল নামাল করোনা ধ্বস্ত ইন্ডিয়া

ভারত: শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড, দেবদূত পাডিক্কল, সঞ্জু স্যামসন, নীতিশ রানা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, রাহুল চাহার, নভদীপ সাইনি, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Cricket News Sri Lanka
Advertisment