গোলাপি বলের টেস্টে নিরাপদ কম্বিনেশনই বেছে নিল টিম ইন্ডিয়া। জয়ন্ত যাদদের বদলে এগারোয় ঢুকলেন অক্ষর প্যাটেল। দ্বিতীয় টেস্টে অক্ষরকে অন্তর্ভুক্ত করে নেওয়ার পরেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল অক্ষর প্ৰথম এগারোয় জায়গা পেতে চলেছেন। তবে দিন রাতের টেস্টে তিন স্পিনারে খেলানোর ঝুঁকি নেবে কিনা রোহিতরা, তা নিয়ে সন্দেহ ছিল।
শেষমেশ দুই পেসার এবং তিন স্পিনার (অশ্বিন, জাদেজা এবং অক্ষর) কম্বিনেশনেই দল সাজিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। টসে জিতে ভারত বেঙ্গালুরুতে প্ৰথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: সেরার সেরা বিদেশি নিজেকে সরালেন KKR থেকে! নাইট শিবিরে বিশ্বকাপজয়ী অজি ক্যাপ্টেন
পেস বিভাগে কিছু পরিবর্তন আসে কিনা, সেদিকেও নজর ছিল। জসপ্রীত বুমরা ভাইস ক্যাপ্টেন। তাই তাঁকে যে বিশ্রাম দেওয়া হবে না, তা কার্যত নিশ্চিত ছিল। তবে মহম্মদ শামিকে রেস্ট দিয়ে তাঁর জায়গায় সিরাজকে দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল। তবে বুমরার সঙ্গে রেখে দেওয়া হয়েছে শামিকেই। এই টেস্টেই শেষবারের মত খেলতে নামছেন শ্রীলঙ্কার পেসার সুরঙ্গা লাকমল।
টেস্টে অভিষেকের পর অক্ষরের রেকর্ড ঈর্ষণীয়। টিম ইন্ডিয়ার হয়ে ৫ টেস্ট খেলেই ৩৬ উইকেট তুলে নিয়েছেন গুজরাটের স্পিনার। বোলিং গড় ১১.৮৬। তাছাড়া অক্ষর খেললে ভারতের লোয়ার অর্ডারের ব্যাটিং আরও শক্তিশালী হবে।
শ্রীলঙ্কান একাদশে জোড়া বদল ঘটেছে। নিশঙ্কার জায়গায় এসেছেন কুশল মেন্ডিস এবং লাহিরু কুমারার স্থানে খেলবেন প্রবীণ জয়াবিক্রমে।
ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা