Advertisment

জাতীয় দলের বাইরে, তবু নাকি বাদ নন কুলদীপ! বড় রহস্য ফাঁস বুমরার

স্কোয়াডে ছিলেন কুলদীপ যাদব। তবে অক্ষর প্যাটেলের প্রত্যাবর্তনে রিলিজ করে দেওয়া হয়েছে কুলদীপ যাদবকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি অক্ষর প্যাটেল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও নামতে পারেননি তারকা। শেষমেশ বেঙ্গালুরু টেস্টে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে অক্ষর প্যাটেলের। অক্ষরের প্রত্যাবর্তনে বাদ পড়েছেন কুলদীপ যাদব।

Advertisment

হত কয়েক বছর ধরেই কুলদীপ জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থেকেছেন, স্কোয়াডে থাকলেও প্ৰথম একাদশে খুব কম-ই সুযোগ মিলেছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেন কুলদীপ।

আরও পড়ুন: ফেয়ারওয়েল পেলাম না! অবসর নিয়েই বিরাট বিষ্ফোরণ শ্রীসন্থের

বেঙ্গালুরু টেস্টে কুলদীপ যাদবকে ছেড়ে দেওয়ার পরে প্ৰথম একাদশে জয়ন্ত যাদবের বদলে অক্ষর প্যাটেল অথবা মহম্মদ সিরাজের ঢোকা কার্যত নিশ্চিত। তবে জসপ্রীত বুমরা দ্বিতীয় টেস্টের আগে জানিয়ে দেন, টিম ম্যানেজমেন্ট মোটেই কুলদীপকে বাদ দেয়নি, বরং মানসিক কারণে ছেড়ে দেওয়া হয়েছে চায়নাম্যান বোলারকে।

"দল থেকে ওঁকে মোটেই বাদ দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে ও বাবলে কাটাচ্ছিল। তাই ওঁকে রিলিজ করে দেওয়া হয়েছে। বায়ো বাবলে থাকা মোটেই সহজ ব্যাপার নয়। মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ।"

সেই সঙ্গে বুমরা অক্ষর প্যাটেলেরও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁর প্রত্যাবর্তনে দলের শক্তি আরও বাড়বে, মনে করছেন তিনি। শেষবার আহমেদাবাদে পিঙ্ক বল টেস্টে ইংল্যান্ডকে অক্ষর একাই বল হাতে বিধ্বস্ত করেছিলেন। ম্যাচে একাই নিয়েছিলেন ১১ উইকেট। এমনকি দ্বিতীয় ইনিংসে বল হাতে ভারতের আক্রমণও সূচনা করতে দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুন: মুম্বই অতীত! মালিঙ্গা এবার IPL-এর অন্য ফ্র্যাঞ্চাইজিতে! মহা ঘোষণা শুক্রবারেই

বুমরা বলেছেন, "সমস্ত বিভাগেই অক্ষর জাতীয় দলে সবসময় গুরুত্বপূর্ণ অবদান রাখে। ওঁর চোট ছিল। তবে ফিট হতেই ঝাঁপ দিয়ে দলে চলে এসেছে। আমরা কম্বিনেশন নিয়ে আলোচনা করছি। তবে অক্ষরের অবদান যে কোনও সময় মূল্যবান।"

ভারত এবং শ্রীলঙ্কা দুই দলের কাছেই বেঙ্গালুরু টেস্ট চতুর্থ দিন-রাতের ম্যাচ হতে চলেছে। দুই দলই দুটো করে জয় সমেত একটা হার হজম করেছে। দেশের মাটিতে চলতি বছরে এটাই ভারতের শেষ টেস্ট। এরপরে ভারত বাংলাদেশে গিয়ে দুটো টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। পরের বছর ২০২৩-এ অস্ট্রেলিয়া ভারতে এসে চার টেস্টের সিরিজ খেলবে।

Kuldeep Yadav Indian Cricket Team Jasprit Bumrah Indian Team
Advertisment