ভারত: ৫৭৪/৮
শ্রীলঙ্কা: ১৭৪/১০, ১৭৮/১০
মঞ্চ ছিল কোহলির। শততম টেস্টের। সেই মঞ্চেই কার্যত ওয়ান ম্যান শো চালিয়ে গেলেন জাদেজা। প্ৰথমে ব্যাট হাতে রেকর্ড ভাঙচুর করা ১৭৫। তারপরে বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট। জাদেজার ঝাঁঝালো অলরাউন্ড পারফরম্যান্সে মোহালিতে মাত্র তিন দিনেই খতম শ্রীলঙ্কা। ইনিংস এবং ২২২ রানের জয়ে ভারত সিরিজে ১-০ এগিয়ে গেল। বিশাল টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা প্ৰথম ইনিংসে ১৭৪-এ গুটিয়ে যাওয়ার পরে দ্বিতীয় ইনিংসেও রিপিট টেলিকাস্ট ঘটিয়ে থেমে যায় ১৭৮ -এ।
দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। সেখান থেকে লাঞ্চ ব্রেকের আগেই লঙ্কানরা অলআউট হয়ে যায়। ভারত ফলোঅন করিয়ে পুনরায় ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। তারপরে বাকি দুই সেশনেই ফের একবার অলআউটের লজ্জা হজম করতে হয় ম্যাথিউসদের।
আরও পড়ুন: কপিলের ঐতিহাসিক ৪৩৪ উইকেটের কীর্তিতে হাত অশ্বিনের! বিশাল রেকর্ডে বিরাট জয়ের পথে ভারত
গোটা টেস্টেই জাদেজা-অশ্বিনের ঘূর্ণি সামলাতে হিমশিম খেল শ্রীলঙ্কা। ৪১ রানের বিনিময়ে ৫ শিকার করে থামলেন সুপারস্টার। দ্বিতীয় ইনিংসে আরও ভয়াবহ তিনি। নিলেন আরও ৪ উইকেট। সেই সঙ্গে দোসর অশ্বিনও। দুই ইনিংস মিলিয়ে তাঁর শিকার ৬ উইকেট।
অশ্বিন যেমন কপিল দেবের ৪৩৪ টেস্ট উইকেট পেরিয়ে যাওয়া নিশ্চিত করলেন মোহালিতে। ভারতীয়দের সর্বোচ্চ টেস্ট উইকেট প্রাপকদের তালিকায় অশ্বিনের আগে কেবল অনিল কুম্বলে (৬১৯)। মোহালিতে অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে যে নাকাল হবে প্রতিপক্ষ, তা কার্যত নির্ধারিতই ছিল। শ্রীলঙ্কার প্ৰথম ইনিংসে হাফসেঞ্চুরি পেরিয়েছেন একমাত্র পাথুম নিশঙ্কা (৬১)।
দ্বিতীয় ইনিংসে লড়াই চালালেন নিরোশান দিকেওয়ালা (৫১)। এঞ্জেলো ম্যাথিউস (২৮), চরিত আশালঙ্কা (২০), ধনঞ্জয় ডিসিলিভা (৩০) বেশিদূর টানতে পারেননি নিজেদের ইনিংস। দুই ইনিংস মিলিয়ে ৭জন লঙ্কান ব্যাটসম্যান ডাক করেছেন। এতেই স্পষ্ট লঙ্কানদের ব্যাটিং কতটা দুর্বল।
ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা