কোচ, শিক্ষক বোধহয় এমনটাই হন। যিনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো ছাত্রকে নিজের মূল্যবান পরামর্শ দিতে দ্বিধা করবেন না। সেই ছাত্র 'অন্য স্কুলের' হলেও।
কলম্বোয় ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে চলাকালীনই বেনজির দৃশ্যের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। বৃষ্টির সময়ে ম্যাচ যখন বন্ধ ছিল, তখন কিংবদন্তি দ্রাবিড়ের সান্নিধ্যে থাকতে, শিক্ষা নিতে তাঁর ক্লাসেই চলে এলেন শ্রীলঙ্কার নেতা দাসুন শানাকা। ক্রিকেট মাঠে জেন্টলম্যান হিসাবে স্বীকৃতি পেয়েছেন আগেই। এবার কোচ হয়েও সেই 'স্বভাব' বদলাতে পারেননি তিনি। কলম্বোই তাঁর প্রমাণ।
আরো পড়ুন: বাতিল মনীশ পান্ডে, অভিষেকের মুখে KKR-এর বরুণ! টি২০ সিরিজে ব্যাপক রদবদল দলে
দ্রাবিড়ের সঙ্গে শানাকার সেই ক্লাসের ছবি ম্যাচ চলাকালীনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শ্রীলঙ্কা ক্রিকেট মহলেও ধন্য ধন্য পড়ে যায় ভারতীয় কিংবদন্তির জন্য।
কোচ হিসেবে দ্রাবিড় এবারই প্রথমবার জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় এসেছেন। তরুণ তুর্কিদের আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত করতেই লঙ্কায় আসা মহাতারকার। আর ওয়ানডে সিরিজ যে প্রফেসর দ্রাবিড়ের গবেষণাগার হয়ে উঠছে তা তিন ম্যাচের দল সাজানোতেই পরিষ্কার।
আরো পড়ুন: বোর্ড-কোহলিদের সম্পর্কে বরফ গলছে! শ্রীলঙ্কা থেকেই পৃথ্বী-সূর্যকুমার যাচ্ছেন ইংল্যান্ডে
প্রথম ম্যাচ ভারত সহজেই জিতেছিল। দ্বিতীয় ম্যাচে দীপক চাহারের দুরন্ত পারফরম্যান্সে ভর করে ভারত সিরিজ জেতা নিশ্চিত করে। সিরিজ দখল সম্পন্ন হতেই তৃতীয় ওয়ানডেতে দ্রাবিড় একসঙ্গে পাঁচজনকে অভিষেক ঘটিয়ে দেন।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৩ ওভারের পরেই খেলা বন্ধ হয়ে গিয়েছিল। তখনই দ্রাবিড়ের কাছে হাজির হয়ে যান দাসুন শানাকা। দুজনকেই দেখা যায় দীর্ঘ আলোচনা করছেন। দ্রাবিড়ের মতামত গভীরভাবে শুনতে দেখা যায় শানাকাকে।
আরো পড়ুন: আউট নয় সূর্যকুমার, তবু আনন্দে ফেটে পড়ল শ্রীলঙ্কা! তোলপাড় ঘটনার ভিডিও দেখুন
যাইহোক, কোচ হিসেবে প্রথমবার ওয়ানডে সিরিজ জেতার পর দ্রাবিড়ের লক্ষ্য আপাতত টি২০ সিরিজ। যে সিরিজ আবার আসন্ন কুড়ি কুড়ি বিশ্বকাপের কথা মাথায় রাখলে বেশ গুরুত্বপূর্ণ হতে।চলেছে। পৃথ্বী শ, সূর্যকুমার যাদবরা ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন। বাকিরা কেমন পারফর্ম করেন, সেদিকে নজর থাকবে ক্রিকেট মহলের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন