Advertisment

শেষ টেস্টে নামা লাকমলকে বোল্ড করেই আলিঙ্গন! চোখে জল আনলেন বুমরা, দেখুন ভিডিও

বেঙ্গালুরুতে গোলাপি বলের টেস্টেই শেষবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমেছিলেন সুরঙ্গা লাকমল। অবসর নিলেন দ্বিতীয় টেস্টের পরেই।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চিন্নাস্বামীতে গোলাপি বলের টেস্টে বল হাতে আগুন ঝড়ালেন। শুধু পারফরম্যান্স নয়, অনবদ্য স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখিয়ে ক্রিকেটপ্রেমীদের মনও জয় করলেন স্পিডস্টার। শ্রীলঙ্কার জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন সুরঙ্গা লাকমল।

Advertisment

দ্বিতীয় দিনে লঙ্কানদের বোলিংয়ের সময়েই কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক বিরাট কোহলি শুভেচ্ছা জানিয়েছিলেন অবসরের প্রাক্কালে।

আরও পড়ুন: রোহিতের ছক্কায় রক্তারক্তি কাণ্ড! নাক ভেঙে হাসপাতালে দর্শক

তবে ভারতীয় শিবির থেকে এখানেই লাকমলকে সম্মাননা জানানোর পর্ব শেষ নয়। ম্যাচের একদম শেষ দিকে ৩৫ বছরের লঙ্কান পেসারের স্ট্যাম্প ছিটকে দেন জসপ্রীত বুমরা। তারপরেই হাসি মুখে লাকমলের দিকে এগিয়ে যেতে দেখা যায় বুমরাকে। জড়িয়ে ধরেন লঙ্কান প্রতিপক্ষকে। দুরন্ত কেরিয়ারের জন্য লাকমলকে অভিনন্দন জানান বুমরা।

বুমরাকে দেখেই বিরাট কোহলি, পন্থ, হনুমা বিহারি, অক্ষর প্যাটেলরা শুভেচ্ছা জানানোর জন্য এগিয়ে আসেন। ভারতীয় ক্রিকেট দলের এই হৃদয়গ্রাহী সম্মান প্রদর্শন ক্রিকেট মহলের কুর্নিশ আদায় করে নেয়।

যাইহোক, প্ৰথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পরে বুমরা দ্বিতীয় ইনিংসে আরও তিন শিকার করেন। ৮ উইকেট তুলে নেন গোটা ম্যাচে। রবিচন্দ্রন অশ্বিন দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে পেরিয়ে যান ডেল স্টেইনকে। স্টেইনের ৪৩৯ উইকেটের সংখ্যা পেরিয়ে অশ্বিন আপাতত টেস্টের সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকায় অষ্টম স্থানে।

বুমরা-অশ্বিনের দাপটে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে খতম হয়ে যায়। ২৩৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম থেকে চতুর্থ স্থানে উঠে এল। দুই ইনিংসে ৯২ এবং ৬৭ করে ম্যাচের সেরা শ্রেয়স আইয়ার। প্ৰথম ভারতীয় কোনও ব্যাটসম্যান হিসাবে পিঙ্ক বলের টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করার কীর্তি গড়লেন তিনি।

Sri Lanka Indian Cricket Team Jasprit Bumrah Indian Team
Advertisment