বছরের প্রথম ম্যাচই বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। রবিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামের হাজার হাজার ক্রিকেট দর্শকদের হতাশ করেছে বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও অনভিজ্ঞ গ্রাউন্ডসম্যানরা মাঠ শুকিয়ে খেলা চালু করতে পারেনি। স্টিম রোলার, হেয়ারড্রায়ার নিয়ে এসেও শেষ রক্ষা হয়নি। পাশাপাশি আউটফিল্ডের কভারের লিক থাকায় জলের অনুপ্রবেশ আটকানো যায়নি। এতে বৃষ্টি না হলেও আউটফিল্ড ভিজে থকথকে থেকেছে। চূড়ান্ত সমালোচিত হতে হয়েছে আসাম ক্রিকেট সংস্থার কর্তাদের।
পিচ কিউরেটর আশিস ভৌমিকের রিপোর্ট তলব করেছে বিসিসিআই। শাস্তির অপেক্ষায় তিনি। এর মধ্যেই ইন্দোরে দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে অবশ্য কোনও বাধা বিঘ্ন ছাড়াই সম্পন্ন হবে ম্যাচ। এমনটাই জানানো হচ্ছে। সমর্থকদের স্বস্তির বার্তা দিয়ে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হোলকার স্টোডিয়ামে ম্যাচের সময়ে পরিষ্কার আকাশ থাকবে।
অ্যাকুওয়েদারে বলা হয়েছে, মেঘের কোনও চিহ্ন থাকবে না ইন্দোরে। ঝকঝকে রৌদ্রজ্জ্বল আকাশ থাকছে ইন্দোরে। সন্ধেয় শিশিরের আপেক্ষিক পরিমাণ থাকবে ১৫ থেকে ২০ শতাংশ।
আবহাওয়ার মতো কোহলিরাও চাপমুক্ত মনে খেলতে নামবে দ্বিতীয় টি২০ ম্যাচে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তিন ফর্ম্যাটের ক্রিকেটে টিম ইন্ডিয়া অতীতে কখনও হারেনি। ২৭ হাজার দর্শক আসন সম্পন্ন হোলকার স্টেডিয়ামে ভারত এর আগে একটা টি২০, ৫টা ওয়ান ডে এবং দুটো টেস্ট খেলেছে। আটবারই জয়ী দলের নাম ভারত।
শ্রীলঙ্কা টি২০ স্কোয়াড- লাসিথ মালিঙ্গা, দানুষ্কা গুণতিলকে, আভিষ্কা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, কুশল পেরেরা, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয় ডিসিলভা, ইসুরু উদানা, ভানুকা রাজাপক্ষে, ওশাদা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, লক্ষণ সান্দাকান এবং কাসুন রাজিথা
ভারত টি২০ স্কোয়াড- বিরাট কোহলি, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ চাহাল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, জসপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর