Advertisment

আড়াই দিনেই হোয়াইটওয়াশ! বুমরা-অশ্বিনদের তান্ডবে তছনছ লঙ্কানরা

শ্রীলঙ্কার বাকি ছিল মাত্র নয় উইকেট। সোমবার গোটা দিন লঙ্কান ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়ে তুলতে পারে কিনা, তা দেখার ছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারত: ২৫২/১০, ৩০৩/৯

শ্রীলঙ্কা: ১০৯/১০, ২০৮/১০

Advertisment

সামনে ছিল পাহাড়প্রমাণ টার্গেট। তিনদিন যে ক্রিজ আঁকড়ে অসাধ্য সাধন করতে পারবে না শ্রীলঙ্কা, তা কার্যত নিশ্চিতই ছিল। সেই পূর্বাভাস মেনেই সোমবার মাত্র দুটো সেশনে অলআউট শ্রীলঙ্কা। ৪৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কানরা গুটিয়ে গেল ২০৮-এ। ভারতের জয় এল ২৩৮ রানের বিশাল ব্যবধানে। জসপ্রীত বুমরা প্ৰথম ইনিংসে ৫ শিকারের পর দ্বিতীয় ইনিংসেও ৩ জনকে আউট করলেন। অশ্বিন এবং অক্ষর প্যাটেল বল হাতে তুলে নিলেন যথাক্রমে ৪ এবং ২ উইকেট।

দ্বিমুথ করুণারত্নে (১০৭) সেঞ্চুরি করে গেলেন প্রবল চাপের মুখে। কুশল মেন্ডিস (৫৪) হাফসেঞ্চুরি করলেন। দুজনে দ্বিতীয় উইকেটের পার্টনারশিপে ৯৬ রানে যা লড়লেন। বাকিটা অসহায় আত্মসমর্পণ। লঙ্কানদের হয়ে দুই অঙ্কের সংখ্যা পেরিয়েছেন মাত্র তিনজন। করুনারত্নে এবং কুশল মেন্ডিস বাদে দুই অঙ্কের রান পেয়েছেন নিরোশান ডিকেওয়ালা (১২)। এতেই স্পষ্ট লঙ্কানদের ব্যাটিং ব্যর্থতা।

আরও পড়ুন: রোহিতের ছক্কায় রক্তারক্তি কাণ্ড! নাক ভেঙে হাসপাতালে দর্শক

করুনারত্নে এবং কুশল মেন্ডিসের পার্টনারশিপ ভাঙার পরে আর দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে আর ১০২ রান যোগ করার ফাঁকে শ্রীলঙ্কা বাকি ৮ উইকেট হারায়।

ভারত প্ৰথম ইনিংসে শ্রেয়স আইয়ারের দুরন্ত ৯২ রানে ভর করে স্কোরবোর্ডে ২৫২ তোলার পরে লঙ্কানরা প্ৰথম ইনিংসে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায়। বুমরা পাঁচ উইকেট নিয়ে ধসিয়ে দেন লঙ্কান ব্যাটিংকে। দ্বিতীয় ইনিংসে ফের একবার শ্রেয়স (৬৭) এবং পন্থের (৫০) হাফসেঞ্চুরি ভারতকে ৩০৩/৯-এ পৌঁছে দেয়। ৪৪৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দ্বিতীয় দিনের শেষে ২৮/১ ছিল। তারপরে সোমবার এল ভারতের বিশাল ব্যবধানে জয়।

Sri Lanka Ravichandran Ashwin Jasprit Bumrah Indian Team Indian Cricket Team
Advertisment