টি-২০ সিরিজ ২-১ জিতে এবার বিরাট কোহলির ভারত রবিবার তিন-ম্যাচের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। আইসিসি ওডিআই টিম র্যাঙ্কিংয়ে বর্তমানে ১২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টিম ইন্ডিয়া, কিন্তু তালিকার শীর্ষে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পয়েন্ট ১২৫, সুতরাং এক নম্বরে পৌঁছনোর যথেষ্ট সুযোগ রয়েছে ভারতের কাছে।
সামনা সামনি
এর আগে মোট ১৩০ বার মুখোমুখি হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ভারত জিতেছে ৬২ বার, হেরেছে ৬২ বার, দু'বার টাই হয়েছে, চারবার কোনও ফলাফল হয়নি। ঘরের মাঠেও হারজিতের একই অনুপাত। ভারত ২৭ বার জিতেছে, ২৭ বার হেরেছে, একবার ম্যাচ টাই হয়েছে। চেন্নাইয়ে অবশ্য গল্পটা অন্যরকম, এখানে পাল্লা ভারি ভারতেরই, যেহেতু চারটি ম্যাচের মধ্যে তিনটিই জিতেছে তারা। শেষবার ২০১২ সালে চেন্নাইয়ের মাঠে মুখোমুখি হয় এই দুই পক্ষ।
চলতি বছরে ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ রান করার কৃতিত্ব অর্জন করেন বিরাট কোহলি, যে রেকর্ড এতদিন ধরে রেখেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। মোট ৩৫টি ইনিংস খেলে ২,১৪৬ রান করেছেন বিরাট, যার মধ্যে রয়েছে ন'টি সেঞ্চুরি এবং ১০টি হাফ-সেঞ্চুরি, ইনিংস পিছু গড় রান ৭৬.৬৪। ওয়েস্ট ইন্ডিজ সফরে পরপর দুটি সেঞ্চুরি করেন ৩১ বছর বয়সী অধিনায়ক, এবং সদ্যসমাপ্ত তিন-ম্যাচের টি-২০ সিরিজে দুটি হাফ-সেঞ্চুরি করে এবারও দুর্দান্ত ফর্মে তিনি।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ডিজে ব্র্য়াভো, স্বাগত জানাল ওয়েস্ট ইন্ডিজ
শার্দূল ইন, ভুবনেশ্বর আউট
হার্নিয়ার সমস্যা ফের মাথাচাড়া দিয়ে ওঠায় দলের বাইরে ভুবনেশ্বর কুমার। তাঁর জায়গায় দলে এসেছেন শার্দূল ঠাকুর, যদিও দলে দুজন জোরে বোলার রাখার সিদ্ধান্ত নেওয়া হলে শেষমেশ মাঠে নাও নামতে পারেন তিনি। তাঁর বদলে মহম্মদ শামি এবং দীপক চাহারকে বেছে নিতে পারেন বিরাট। তবে তিনজন পেসার থাকলে অবশ্যই খেলবেন শার্দূল।
জাদেজার চাই আরও ছয়
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আর মাত্র ছ'টি উইকেট পেলে ভারতের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন রবীন্দ্র জাদেজা। রবিবার প্রথম ম্যাচে চার উইকেট নিলে তিনি ছাড়িয়ে যাবেন কপিল দেব (৪২ ম্যাচে ৪৩ উইকেট) এবং অনিল কুম্বলের (২৬ ম্যাচে ৪১ উইকেট) রেকর্ড। এখন অবধি ২৬টি ম্যাচ খেলে ৩৮টি উইকেট নিয়েছেন সৌরাষ্ট্রের এই অল-রাউন্ডার, যিনি ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল এবং সাম্প্রতিক আরও কিছু ম্যাচে তাঁর পারফরম্যান্সের জোরে দলে জায়গা করে নিয়েছেন।
উইন্ডিজের অতীতের সফর
এর আগে ২০১৮ সালে পাঁচ-ম্যাচের একদিনের সিরিজ জিতে নেয় ভারত। পাঁচটি ম্যাচের তিনটি যেতে ভারত, একটিতে পরাজিত হয়, এবং একটি ম্যাচ টাই হয়।
হেটমায়ার এবং হোপ
এর আগের সফরে নিজেদের কেরামতি দেখিয়েছিলেন শে হোপ এবং শিমরন হেটমায়ার। পাঁচটি ম্যাচে ২৫০ রান করেন হোপ, ২৫৯ রান করেন হেটমায়ার। দুজনেই একটি করে সেঞ্চুরি এবং হাফ-সেঞ্চুরিও করেন। বাঁহাতি হেটমায়ার টি-২০ সিরিজেও যথেষ্ট ভালো ফর্মে ছিলেন, এবং তিন ইনিংসে একটি হাফ-সেঞ্চুরি সমেত মোট ১২০ রান করেন। আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সেঞ্চুরি করা হোপও ফর্মে থাকা ব্যাটসম্যান। শুধু তাই নয়, ২০১৯ সালে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ স্থানেও তিনি।
আরও পড়ুন: বিসিসিআইয়ের নিয়ম মেনে বিরাটদের নেটে বল করবেন বুমরা
ভারতের দুই নতুন মুখ
চোট পাওয়া শিখর ধাওয়ানের জায়গায় টেস্ট এবং ডোমেস্টিক ক্রিকেটে নিজের পারফরম্যান্সের জোরে দলে এসেছেন ময়াঙ্ক আগরওয়াল। সুযোগ পেলে দুহাতে লুফে নেবেন তিনি, এমনটা আশা করা হচ্ছে। কেএল রাহহুল ওপেন করবেন না পরে নামবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁকে দলের বাইরে রাখা কঠিন হবে।
দলে নতুন মুখ শিবম দুবেও। মাঠে নামার ক্ষেত্রে তাঁর প্রতিদ্বন্দ্বিতা কেদার যাদবের সঙ্গে, তবে জোরে বোলার হওয়ার দৌলতে সিনিয়র যাদবের তুলনায় হয়তো কিছুটা এগিয়ে শিবম। কেদার যাদব যদি খেলার সুযোগ পান, তবে বিশ্বকাপ সেমিফাইনালের পর এই প্রথম মাঠে নামবেন তিনি।
লিউইসের চোট
তৃতীয় টি-২০ ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিং-এ চোট পেয়ে স্ট্রেচারে শুয়ে মাঠ ছেড়েছিলেন এভিন লিউইস। এর পর আর ব্যাট করতে নামেন নি ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার। যদি রবিবার তিনি না খেলেন, তবে অধিনায়ক কায়রন পোলার্ড সম্ভবত একদিনের ক্রিকেটে অভিষেকের সুযোগ দেবেন নবাগত ব্র্যান্ডন কিংকে।