ভারত ২৬৪/৫ (৯০ ওভার)
উইন্ডিজের হয়ে অভিষেক করলেন: জাহমার হ্য়ামিলটন, রখিম কর্নওয়াল
অ্যান্টিগা টেস্টে ৩১৮ রানে হারের ক্ষত রীতমত টাটকা ওয়েস্ট ইন্ডিজের। প্রতিশোধ স্পৃহায় ফুটছে তারা। জামাইকা টেস্টেই বদলা নিতে মরিয়া জেসন হোল্ডার অ্যান্ড কোং। সাবিনা পার্কে দ্বিতীয় ও চলতি সিরিজের শেষ টেস্টের প্রথম দিনেই তারই পরিচয় দিল উইন্ডিজ। টস জিতে বিরাট কোহলিদের ব্য়াট করতে পাঠিয়েছিলেন জেসন হোল্ডার।
That will be Stumps on Day 1. 264/5
Vihari 42*
Pant 27*
Partnership 62* #TeamIndia #WIvIND pic.twitter.com/YkxFTh5rPZ— BCCI (@BCCI) August 30, 2019
শুরুতেই হোল্ডারের বিষাক্ত বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় ব্য়াটিং লাইন আপ। ৪৬ রানে চলে যায় দলের প্রথম দুই উইকেট। কেএল রাহুলকে হোল্ডার ফেরালেন ১৩ রানে। রকিম কর্নওয়ালের হাতে উইকেটটা দিয়ে আসেন তিনি। এরপর টিমের টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারাকে ফেরান কর্নওয়াল। মাত্র ৬ রানে তিনি ব্রুকসের হাতে ক্য়াচ দেন। শুরুতেই দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: আত্মপ্রকাশ করছে নতুন ক্রিকেট লিগ, জেনে নিন বিশদে
এরপর ময়ঙ্ক আগরওয়াল আর বিরাট কোহলি দলকে অক্সিজেনের জোগান দেন। ময়ঙ্কের ব্য়াট থেকে আসে ঝকঝকে ৫৫ রান। তিনিও হোল্ডারের শিকার হয়ে প্য়াভিলিয়নে ফেরেন। ময়ঙ্ক ফেরার পর কোহলি তাঁর দলের ডেপুটি অজিঙ্ক রাহানেকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু রোচের বলে রাহানের ইনিংস থামে মাত্র ২৪ রানে।
Half century for the Indian Captain. Looking calm and composed at the moment ???????? #TeamIndia #WIvIND pic.twitter.com/2sXl9YPZN9
— BCCI (@BCCI) August 30, 2019
কোহলি দুরন্ত ব্য়াট করছিলেন এদিন। লক্ষ্য়ে অবিচল থেকে হনুমা বিহারীকে নিয়ে দলকে টেনে নিয়ে যান তিনি। কিন্তু টিম ইন্ডিয়ার ক্য়াপ্টনকে ৭৬ রানে আউট করেন ক্য়ারিবিয়ান অধিনায়ক। আবারও সেই হোল্ডার। দিনের শেষে ভারত পাঁচ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলতে সমর্থ হয়েছে। বিহারীর (৪২) সঙ্গে ঋষভ পন্থ (২৭) অপরাজিত রয়েছেন ক্রিজে। ৬২ রানের পার্টনারশিপ করে ফেলেছেন তাঁরা।