Advertisment

ফের মাঠে ঢুকে পড়ল ফ্যান, উদ্দেশ্য বিরাটের সঙ্গে সেলফি

রাজকোটের পর ফের হায়দরবাদে একই ঘটনার পুনরাবৃত্তি। নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢুকে বিরাট কোহলির সঙ্গে সেলফি তুলে গেলেন এক ফ্যান। শুক্রবার ঘটনাটি ঘটল হায়দরবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli

ফের মাঠে ঢুকে পড়ল ফ্যান, উপলক্ষ্য বিরাটের সঙ্গে সেলফি (ছবি-টুইটার)

রাজকোটের পর ফের হায়দরবাদে একই ঘটনার পুনরাবৃত্তি। নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢুকে বিরাট কোহলির সঙ্গে সেলফি তুলে গেলেন এক ফ্যান। শুক্রবার ঘটনাটি ঘটল হায়দরবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে।

Advertisment

এদিন ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ১৫ নম্বর ওভারে ঘটনাটি ঘটে। সেসময় বিরাট কোহলি শর্ট মিড-অনে ফিল্ডিং করছিলেন। রবিচন্দ্রন অশ্বিন নতুন ওভার শুরু করতে যাবেন। এমন একটা সময় একজন ফ্যান ফেন্সিং টপকে দৌড়ে চলে আসেন মাঠের মধ্যে। এসে বিরাটের সঙ্গে সেলফি তোলেন। এরপর নিরাপত্তারক্ষীরা এসে সেই ফ্যানকে নিয়ে যান। পুরো ঘটনায় কিছুটা দেরি হয় যায় খেলায়। আম্পায়াররাও ড্রিংকস ব্রেকের ইশারা করে দেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটও টুইট করে ঘটনার ব্যাখ্যা দিয়েছে। 

আরও পড়ুন: হায়দরাবাদে প্রাক্তন পাক অধিনায়কের সঙ্গে এক আসনে বসতে পারেন কোহলি

View this post on Instagram

Two fanboys step into the ground to take selfie with @virat.kohli ❤️????

A post shared by ????V I R A T K O H L I ???????? (@viratkohliplanet) on

রাজকোটেও দু’জন ফ্যান ছুটে এসেছিলেন বিরাটের সঙ্গে ছবি তোলার জন্য়। কিন্তু তাঁরা সফল হননি। বিরাট রুখে দিয়েছিলেন তাঁদেরকে। এরপর আম্পায়ার নিরাপত্তারক্ষীদের বলেন দ্রুত তাঁকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য়। তারপরই শুরু হয়েছিল খেলা। পরপর একই ঘটনা প্রশ্ন তুলছে মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কী করে কড়া পুলিশি প্রহরাতেও মাঠে খেলোয়াড়দের কাছে চলে আসতে পারেন একজন ফ্য়ান! অবশ্যই বোর্ডকে ভাবাবে বিষয়টা। অতীতে মহেন্দ্র সিং ধোনিও একাধিকবার ম্যাচ চলাকালীন এই ঘটনার শিকার হয়েছেন। বিরাটও ফ্যানেদের পাগলামি সহ্য করেছেন আইপিএল-এ। তাঁর কাছেও এই ঘটনা নতুন নয়।

Virat Kohli
Advertisment