Advertisment

ছক্কায় ছক্কায় ইডেনে রানের সুনামি! সেরার সেরা রেকর্ডে সূর্য-আইয়ার জুটি

ইডেন মাতিয়ে গেলেন সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার। দুজনে ডেথ ওভারে ছক্কার ঝড় তুললেন। গড়ে ফেললেন নয়া নজির।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের দুর্ধর্ষ ফর্মের প্রদর্শনী জারি রাখলেন সূর্যকুমার যাদব এবং ভেঙ্কটেশ আইয়ার। তৃতীয় টি২০-তে পঞ্চম উইকেটে ৯১ রানের পার্টনারশিপ গড়ার মাঝে নতুন রেকর্ডের কীর্তিও স্থাপন করে ফেললেন দুই তারকা। ৯১ রানের পার্টনারশিপ এল মাত্র ৩৭ বলে। এই বিধ্বংসী জুটিতে ভর করেই ভারত স্কোরবোর্ডে ১৮৪ রানের বিশাল টার্গেট তুলতে সক্ষম হল টিম ইন্ডিয়া।

Advertisment

এই পার্টনারশিপের সমাপ্তি ঘটল শেষ ওভারের শেষ বলে। রোমারিও শেফার্ডের বলে উঁচুতে তুলে হাঁকাতে গিয়ে ডিপ মিড উইকেটে রভম্যান পাওয়েলের হাতে ক্যাচ তুলে বিদায় নেন সূর্যকুমার। সূর্যকুমার মাত্র ৩১ বলে ৬৫ করে যান। ১৯ বলে ৩৫ করে অপরাজিত থেকে যান ভেঙ্কটেশ আইয়ার।

আরও পড়ুন: বোর্ডের সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা প্রকাশ্যে কেন! ঋদ্ধিকে এবার বিঁধলেন সৌরভের দাদা স্নেহাশিস

যাইহোক, সূর্য-আইয়ারের বিধ্বংসী পার্টনারশিপে দুজনে হাঁকালেন মোট সাতটা করে ওভার বাউন্ডারি এবং বাউন্ডারি। এমন ঝোড়ো জুটি গড়ার ফাঁকে দুরন্ত কীর্তির মালিক হয়ে গেলেন দুজনে। ভারতীয় ইনিংসের শেষ চার ওভারে উঠল ৮৬ রান। ডেথ ওভারে (১৬-২০) এটাই ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ স্কোর।

এর আগে ভারতের ডেথ ওভারে সর্বোচ্চ স্কোর ছিল ৮০। প্ৰথম সংস্করণের টি২০ বিশ্বকাপে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে যা হাঁকিয়েছিল।

টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের ডেথ ওভারে সেরা পাঁচ স্কোর:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০২২-এ ৮৬ (কলকাতা)

ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০৭-এ ৮০ (ডারবান)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৯-এ ৭৭ (বেঙ্গালুরু)

২০১০-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৫ (গ্রস আইলেট)

২০১২-য় পাকিস্তানের বিরুদ্ধে ৭৪ (আহমেদাবাদ)

আরও পড়ুন: কথা দিয়েও রাখেনি দাদি, সৌরভের বিরুদ্ধে বিস্ফোরক বাদ পড়া ঋদ্ধিমান

যাইহোক, ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্ৰথম তিন ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল। সেখান থেকে পুরান-পাওয়েল পরের ৪ ওভারে ৪৭ রান যোগ করে ক্যারিবিয়ানদের লড়াইয়ে ফিরিয়ে আনেন। হর্ষল প্যাটেলের বলে পুল শট হাঁকাতে গিয়ে শার্দূল ঠাকুরের হাতে ক্যাচ তুলে বিদায় নেন পাওয়েল।

পরে পুরান একা লড়ে ৬১ করলেও ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ১৬৭ রানে থেমে যায়।

Indian Cricket Team Indian Team West Indies
Advertisment