Advertisment

চালকের আসনে ভারত, ৯৪ রানে ৬ উইকেট হারাল উইন্ডিজ

ভারতের ৬৪৯ রানে জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৯৪ রানে ৬ উইকেট হারাল। রাজকোট দেখেছে ভারতীয় ব্যাটসম্যানদের দাপট। পৃথ্বী শ’, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজারা সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। এবার কামাল দেখালেন বোলাররাও।

author-image
IE Bangla Web Desk
New Update
MD Shami

উইকেট নেওয়ার পর মহম্মদ শামির উচ্ছ্বাস

ভারত ৬৪৯/৯ (ডিক্লেয়ার)

Advertisment

ওয়েস্ট ইন্ডিজ ৯৪/৬ * (২৯ ওভার)

ভারতের ৬৪৯ রানে জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৯৪ রানে ৬ উইকেট হারাল। রাজকোট দেখেছে ভারতীয় ব্যাটসম্যানদের দাপট। পৃথ্বী শ’, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজারা সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। এবার কামাল দেখালেন বোলাররাও। ক্য়ারিবিয়নরা ১০০ রানের মধ্যেই হাফ ডজন উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে।

এদিন ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সাত রানে জোড়া উইকেট হারায়। সৌজন্যে বঙ্গজ পেসার মহম্মদ শামি। দলের দুই ওপেনার ক্রেগ ব্রাথওয়েট (২) ও কায়রন পাওয়েলকে (১) ফেরান তিনি। এখান থেকেই উইন্ডিজ তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। ৩২ রানে চার উইকেট চলে যায় ব্রাথওয়েটদের। এসডি হোপের উইকেট ছিটকে দেন রবীচন্দ্রন অশ্বিন। ২২ বলে ১০ রান করে ফিরে যান তিনি। চারে ব্যাট করতে নেমে হেটমায়ার রান আউট হয়ে যান (২৮ বলে ১০)। এরপর সুনীল আমব্রিস (১২) ও ডরউইচের (১০) উইকেট তুলে নেন জাদেজা ও কুলদীপ যাদব। দিনের শেষে ক্রিজে আছেন রস্টন চেজ (২৭) ও কেমো পল (৩)। এদিন ভারতীয় বোলারদের সামলাতে রীতিমতো নাস্তানাবুদ হলেন ক্যারিবিয়ান বোলাররা। ভারত দ্বিতীয় দিনের শেষেই চালকের আসনে।

আরও পড়ুন: ভিডিও দেখুন: ‘হাস্যকর’ রান আউট করে কোহলির ধমক খেলেন জাদেজা

গতকাল পৃথ্বী শ’র অভিষেক টেস্ট সেঞ্চুরিতে ভর করে ভারত  চার উইকেট হারিয়ে ৩৬৪ রানে দিন শেষ করেছিল। ৭২ রানে ক্রিজে অপরাজিত ছিলেন কোহলি। ১৭ রানে তাঁকে সঙ্গ দিচ্ছিলেন ঋষভ পন্থ।  এদিন মাত্র আট রানের জন্য পন্থকে সেঞ্চুরি মাঠে রেখে আসতে হয়। দেবেন্দ্র বিশুর বলে ৯২ রানে আউট হয়ে যান তিনি। মধ্যাহ্ণ ভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল পাঁচ উইকেট হারিয়ে ৫০৬। এদিন ম্যাচের প্রথম সেশনে পন্থ আউট হওয়ার পর ক্রিজে আসেন জাদেজা। তাঁকে সঙ্গে নিয়ে কোহলি কেরিয়ারের ২৪ তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। ২৩০ বলে ১৩৯ করে ফিরে যান কোহলি। ক্যাপ্টেন ফেরার পর ভারত ধারাবাহিক ভাবে উইকেট হারাতে শুরু করে। কুলদীপ যাদব ফিরে যাওয়ার পর ক্যারিবিয়ান বোলারদের শাসন করতে থাকেন জাদেজা। উমেশ যাদবকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তিনি। তিনি স্ট্রাইক রোটেট করছিলেন না। নিজেই ব্যাট করছিলেন। জাদেজার সেঞ্চুরির জন্যই কোহলি অপেক্ষা করছিলেন।  জাদেজর জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরির জন্য়ই অপেক্ষা করছিল কোহলি। এরপরেই ডিক্লেয়ার দেন তিনি।

West Indies India
Advertisment