বৃষ্টির জন্য় ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ান-ডে ম্য়াচটাই পরিত্য়ক্ত হয়ে গেল। বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দফায় দফায় হামলা চালাল বৃষ্টির। যার যেরে শেষ পর্যন্ত হার মানতে হল ক্রিকেটকে। খেলাটাই ভেস্তে গেল।
বিনা ম্য়াচেই সিরিজের ফল এখন ১-১। তিন ম্য়াচের ওয়ান-ডে সিরিজের বাকি দুই ম্য়াচ অনুষ্ঠিত হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়। আগামী রবিবার, ১১ অগাস্ট দ্বিতীয় ম্য়াচ ও বুধবার ১৪ অগাস্ট সিরিজের তৃতীয় ও অন্তিম ম্য়াচ। এরপর টানা একসপ্তাহের বিশ্রাম। ২২ তারিখ থেকে প্রথম টেস্ট শুরু হচ্ছে অ্যান্টিগাতে। প্রথম টেস্টের পরে তিনদিনের বিরতি। ফের ৩০ তারিখ থেকে ফের দ্বিতীয় টেস্ট জামাইকাতে।
আরও পড়ুন: খানা-পিনায় মজে বিরুষ্কা, সঙ্গী আরেক ভারতীয় ক্রিকেটার
এদিন ম্য়াচ শুরুর আগে থেকেই বৃষ্টি ব্য়াটিং শুরু করে দিয়েছিল। বিলম্বিত শুরুর পরেও বৃষ্টির জন্য় খেলা বন্ধ হয় মাঝপথে। ঠিক হয় ১০ ওভার কমিয়ে ৪০ ওভারে ম্য়াচ করা হবে। এরপর আবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় ম্য়াচ রেফারির সিদ্ধান্ত নেন যে খেলা হবে ৩৪ ওভারের। কিন্তু ১৩ ওভারের পরেই বৃষ্টির জন্য় সরকারি ভাবে ম্য়াচ বাতিল ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে কোহলির ব্য়াটে ভাঙতে পারে এই তিনটি রেকর্ড
বৃষ্টি ভেজা মাঠে টস জিতে বিরাট কোহলি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। জেসন হোল্ডারদের ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। ক্রিস গেইল আর এভিন লুইস ওপেন করতে নামেন। কিন্ত ক্য়ারিবিয়ান দৈত্য় জীবনের ২৯৯ নম্বর ওয়ানডে ম্য়াচে এক বেনজির রেকর্ডে নিজের নাম লেখালেন।
৩১ বল খেলে মাত্র চার রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন। এদিন গেইল কেরিয়ারের সবচেয়ে মন্থরতম (২৫ বা তার বেশি বল খেলে) ইনিংস খেললেন। খেলা যখন থামল তখন ক্রিজে ছিলেন লুইস আর শে হোপ। ক্য়ারিবিয়ানরা ১৩ ওভার ব্য়াট করে এক উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছিল স্কোরবোর্ডে।