ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রবিবার প্ৰথম ওয়ানডেতে খেলতে নামছে টিম ইন্ডিয়া। আর প্ৰথম ওয়ানডেতে রোহিত শর্মার ওপেনিং পার্টনার কে হচ্ছেন, তা জানিয়ে দিলেন হিটম্যান নিজেই। কোহলিকে একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পরে এই প্রথম অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা।
তবে ক্যাপ্টেন হয়েই একাধিক বিষয় সামলাতে হচ্ছে রোহিতকে। করোনা আক্রান্ত হয়ে একাধিক তারকা নেই টিম ইন্ডিয়ায়। শিখর ধাওয়ান এবং রুতুরাজ গায়কোয়াড করোনা আক্রান্তের তালিকায় নাম লিখিয়েছেন। কেএল রাহুলকে আবার দ্বিতীয় ওয়ানডে থেকে পাওয়া যাবে। পরিবর্ত হিসাবে দলে যোগ দেওয়া মায়াঙ্ক আগারওয়ালের কোয়ারেন্টিনের মেয়াদ এখনও শেষ হয়নি। এমন অবস্থায় প্ৰথম ওয়ানডেতে রোহিত শর্মার ওপেনিং পার্টনার হচ্ছেন ঈশান কিষান।
আরও পড়ুন: কুম্বলে-কোহলি সংঘাতের আসল কারণ তাহলে এটাই! অবশেষে ফাঁস প্রাক্তন বোর্ড কর্তার
সাংবাদিক সম্মেলনে এই খবর কনফার্ম করে রোহিত শর্মা বলে দিয়েছেন, "কোভিডের কারণে পুরো পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। এই মুহূর্তে শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার আইসোলেশনে রয়েছে। খুব দ্রুত ওঁরা সেরে উঠছে। মায়াঙ্ক আগারওয়ালের নাম দেরিতে ঘোষিত হওয়ায় ও আপাতত এখনও কোয়ারেন্টিন সারছে। প্ৰথম ওয়ানডেতে ঈশান কিষান আমার সঙ্গে ওপেন করবে। অবশ্যই যদি না কোনও চোট আঘাতের সমস্যা দেখা যায় আমার সঙ্গে ঈশানকে ওপেন করতে দেখা যাবে।"
রোহিত নিজেও জাতীয় দলে যোগ দিলেন এক মাস পরে, হ্যামস্ট্রিংয়ের ইনজুরি সারিয়ে। চোটের কারণে গোটা দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে পারেননি তারকা।
আরও পড়ুন: জয় শাহের সঙ্গে কি সম্পর্কে ফাটল! গুঞ্জন থামিয়ে মুখ খুললেন স্বয়ং সৌরভ
ঈশান কিষান গত বছর জুলাইয়ে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক ঘটিয়েছিলেন। তারপরে মাত্র দুটো একদিনের ম্যাচ খেলেছেন জাতীয় দলের জার্সিতে। প্ৰথম ম্যাচেই ঈশান ৫৯ করেছিলেন। একাধিক তারকা ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে না পারায় ঈশান কিষানের কাছে বড় সুযোগ থাকছে টপ অর্ডারে নিজের জায়গা পাকা করা।
রবিবার ভারত আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০তম ওয়ানডে খেলতে নামছে। ঐতিহাসিক ওয়ানডে ম্যাচে নামার আগে ক্যাপ্টেন রোহিত স্পষ্ট জানিয়েছেন, একটা সিরিজ হারেই গেল গেল রব তোলার কোনও কারণ নেই। স্রেফ একটা সিরিজ হারেই ভারত খারাপ দল হয়ে যায়নি। দলে খুব বেশি পরিবর্তনও ঘটবে না।
"খুব বেশি বদলের পথে আমরা হাঁটব না। ম্যাচের বিভিন্ন সিচুয়েশন যাতে দল সঠিকভাবে প্রয়োগ করে, সেটাই স্রেফ আমাদের দেখতে হবে। গত কয়েক বছর ধরেই আমরা ধারাবাহিকভাবে ভাল ক্রিকেট খেলে চলেছি। একটা সিরিজ হারেই প্যানিক করার কোনও কারণ নেই। দক্ষিণ আফ্রিকা সফর আমাদের কাছে বড় শিক্ষার হয়ে থেকেছে। যেখানে আমরা দলগতভাবে ভাল পারফরম্যান্স মেলে ধরতে পারিনি।" বলে দিয়েছেন রোহিত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন