রাজকোটে সেঞ্চুরির ছড়াছড়ি। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম দু’দিনে দেখল তিনটে সেঞ্চুরি। প্রথমে পৃথ্বী শ, তারপর বিরাট কোহলি। এবার রবীন্দ্র জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্ট শতরানের স্বাদ পেলেন টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার। জাদেজা এদিন ১৩২ বলে ১০০ রান করলেন ৭৫.৭৫-এর গড়ে। পাঁচটি চার ও পাঁচটি ছয়ের সৌজন্যে নিজের ইনিংস সাজালেন জাদেজা। শতরানে অপরাজিত থেকেই নিজের ইনিংস শেষ করলেন। কারণ কোহলি ভারতের ইনিংস ডিক্লেয়ার করেন ৬৪৯/৯-তে।
আরও পড়ুন: ৪৪২ দিন পরে ওয়ান-ডে টিমে জাদেজার প্রত্যাবর্তন
এদিন ম্যাচের প্রথম সেশনে ঋষভ পন্থ আউট হওয়ার পর ক্রিজে আসেন জাদেজা। দেবেন্দ্র বিশুর বলে পন্থ আউট হয়ে যান ৯২ রানে। মাত্র আট রানের জন্য সেঞুরি মাঠে রেখে আসেন তিনি। জাদেজাকে সঙ্গে নিয়ে কোহলি করে ফেলেন নিজের ২৪ তম সেঞ্চুরি।মধ্যাহ্ণ ভোজের বিরতিতে ভারতের স্কোর পাঁচ উইকেট হারিয়ে ছিল ৫০৬। ১২০ রানে ক্রিজে ছিলেন কোহলি। তাঁর সঙ্গে ১৯ রানে ব্যাট করছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু এরপর ভারত ধারাবাহিক ভাবে উইকেট হারাতে শুরু করে। কুলদীপ যাদব ফিরে যাওয়ার পর ক্যারিবিয়ান বোলারদের শাসন করতে থাকেন জাদেজা। উমেশ যাদবকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তিনি। তিনি স্ট্রাইক রোটেট করছিলেন না। নিজেই ব্যাট করছিলেন। জাদেজার সেঞ্চুরির জন্যই কোহলি অপেক্ষা করছিলেন।