বিশাখাপত্তনমে মাস্টারব্লাস্টারকে ছাপিয়ে যেতে পারেন ‘হিটম্যান’

দেশের জার্সিতে ওয়ান-ডে ফর্ম্যাটে সবচেয়ে বেশি ছয় মারা ব্যাটসম্যানদের মধ্যে তিন নম্বরে রোহিত শর্মা। হিটম্যানের ঝুলিতে আছে ১৯৪টি ছয়। আর একটি ছয় মারলেই তিনি মাস্টারব্লাস্টারকে ছুঁয়ে ফেলবেন। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে শচীনের আছে ১৯৫টি ছয়।

দেশের জার্সিতে ওয়ান-ডে ফর্ম্যাটে সবচেয়ে বেশি ছয় মারা ব্যাটসম্যানদের মধ্যে তিন নম্বরে রোহিত শর্মা। হিটম্যানের ঝুলিতে আছে ১৯৪টি ছয়। আর একটি ছয় মারলেই তিনি মাস্টারব্লাস্টারকে ছুঁয়ে ফেলবেন। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে শচীনের আছে ১৯৫টি ছয়।

author-image
IE Bangla Web Desk
New Update
রোহিত শর্মা (ছবি-টুইটার)

রোহিত শর্মা (ছবি-টুইটার)

টিম ইন্ডিয়ার ‘হিটম্যান’ রোহিত শর্মা গুয়াহাটিতে দেখিয়েছেন তিনি প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান-ডে ম্যাচে ১১৭ বল খেলে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ১৫টি চার ও আটটি ছক্কায় ভর করে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে ছ’টি ১৫০+ রানের ইনিংস খেলে ফেলেছেন ভারতের ওপেনার।

Advertisment

রোহিতের সামনে আগামিকাল আরও একটি রেকর্ড ভাঙার হাতছানি। মাত্র দু’ছক্কা হাঁকালেই তিনি শচীন তেন্ডুলকরকে ছাপিয়ে ছাবেন। গত ম্যাচে আটটি ছক্কার সৌজন্যে রোহিত চলে এসেছেন নয়া এলিট ক্লাবে। দেশের জার্সিতে ওয়ান-ডে ফর্ম্যাটে সবচেয়ে বেশি ছয় মারা ব্যাটসম্যানদের মধ্যে তিন নম্বরে তিনি। হিটম্যানের ঝুলিতে আছে ১৯৪টি ছয়। আর একটি ছয় মারলেই তিনি মাস্টারব্লাস্টারকে ছুঁয়ে ফেলবেন। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে শচীনের আছে ১৯৫টি ছয়। আর দু’টি ছয় মারলেই রোহিতের সংগ্রহে চলে আসবে ১৯৬টি ছয়।

আরও পড়ুন: গুয়াহাটিতে রেকর্ডের ছড়াছড়ি, রোহিত যা করলেন এর আগে তা কেউ করেননি

Advertisment

এই মুহূর্তে রোহিত ওয়ান-ডে ক্রিকেটে সর্বাধিক ছয়ের মালিকদের মধ্যে আট নম্বরে। ইতিমধ্যেই সে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে ছাপিয়ে গিয়েছেন। এই তালিকায় চার নম্বরে আছেন মহেন্দ্র সিং ধোনি। ২১৭টি ছয় মেরেছেন মাহি। সেরা পাঁচের মধ্যে একমাত্র ভারতীয় ব্যাটসম্যান তিনি। প্রাক্তন পাক কিংবদন্তি শাহিদ আফ্রিদি রয়েছেন সবার ওপরে। ৩৫১টি ছয় রয়েছে তাঁর। এরপরেই ক্য়ারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। ২৭৫টি ছয় মেরেছেন তিনি। তিন নম্বরে শ্রীলঙ্কার ব্যাটিং মহারথী সনৎ জয়সূর্য। ২৭০টি ছয় রয়েছে তাঁর।  সর্বাধিক ছক্কা হাঁকানো ওপেনিং ব্যাটসম্যানদের তালিকায় তিনে চলে এলেন তিনি। ক্রিস গেইল ও জয়সূর্যর পরে তিনি।

গুয়াহাটিতে কোহলি করেছিলেন ১০৭ বলে ১৪০। রোহিতের সঙ্গে দ্বিতীয় উইকেট পার্টনারশিপে তাঁরা ২৪৬ রান তুলেছিলেন স্কোরবোর্ডে। আর ওয়ান-ডে ক্রিকেটে এটাই কোনও ভারতীয় ক্রিকেটারের পক্ষে চতুর্থ সর্বোচ্চ রানের পার্টনারশিপ। কোহলি-রোহিতের দখলেই রয়েছে ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি দ্বি-শতরান।

Sachin Tendulkar Rohit Sharma