আগামী বছর বিশ্বকাপে ভারতের হয়ে চার নম্বরে ব্যাট করতে কে আসবেন? এই প্রশ্নের উত্তরে রাতের ঘুম উড়ে গিয়েছে জাতীয় দলের নির্বাচকদের। থার্ড ডাউনের পর কাকে নামানো হবে এই রহস্যের সমাধানসূত্রই পাওয়া যাচ্ছিল না। কিন্তু রোহিত শর্মা মনে করছেন ভারতের উত্তর হতে পারে অম্বাতি রায়ডু।
সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের চলতি সিরিজের চতুর্থ ওয়ান-ডে ম্যাচে ভারত ২২৪ রানে জয় পেয়েছে। রোহিত শর্মার (১৩৭ বলে ১৬২ রান) সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেটে রায়ডু (৮১ বলে ১০০) স্কোরবোর্ডে তুলেছিলেন ২২৪ রান। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রায়ডুর এই ইনিংস দেখে মুগ্ধ রোহিত। দলের হিটম্যান বললেন, “রায়ডুর নকটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ও চার নম্বরের রহস্যের সমাধান করে ফেলেছে। আশা করি অন্তত বিশ্বকাপ পর্যন্ত কেউ চার নম্বর জায়গাটা নিয়ে আর কেউ কথা বলবে না।
আরও পড়ুন: আরবসাগরের তীরে রোহিতের ব্যাটে ভাঙল একাধিক রেকর্ড
রায়ডুর প্রশংসায় রোহিত পঞ্চমুখ। তিনি আরও জানালেন, “প্রয়োজনের সময় রায়ডু দুরন্ত পার্টনারশিপ গড়ে তুলেছিল। ওর কাছে এটা আদর্শ মঞ্চ ছিল নিজেকে তুলে ধরার জন্য়। ও কী পারে সেটা দেখিয়ে দিয়েছে। অবশ্যই চাপ ছিল। প্রথমসারির দু’জন ব্যাটসম্যানকে হারানোর পর পার্টনারশিপ গড়ে তোলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। আমার মনে হয় চাপের মধ্যে ও খুবই ভাল খেলেছে।” রোহিতের আরও সংযোজন, “রায়ডু একদম ফ্রি হয়ে ব্যাট করেছে। পঞ্চাশ পার করার পরেই নিজের শট মারতে শুরু করে দেয়। আমরা রায়ডুকে দীর্ঘদিন ধরে চিনি। জানি ও এরকম ইনিংস খেলতে পারে। এশিয়া কাপ থেকে ও যখনই সুযোগ পেয়েছে তার পূর্ণ ব্যবহার করেছে। এই জন্য়ই ওকে আমরা চারে নামিয়েছি। ও হতাশ করেনি আমাদের।”