ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক অনন্য় মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মা। রেকর্ডের শৃঙ্গ আরোহণের সুবর্ণ সুযোগ টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন ও ভাইস ক্য়াপ্টেনের সামনে।
আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্য়াটে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির নজির রয়েছে বিরাট-রোহিতের। তাঁরা যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন। দু'জনেরই ২০টি করে অর্ধ-শতরান রয়েছে টি-২০ ক্রিকেটে। শনিবার ফ্লোরিডায় একে অপরকে টপকে যেতে পারেন। বিরাট ৬২টি ইনিংসে ২০টি আন্তর্জাতিক টি-২০ শতরান করেছিলেন। অন্য়দিকে রোহিত নিয়েছিলেন ৮৬টি ইনিংস।
আরও পড়ুন: গেইল-বধ মাত্র তিন ছক্কাতেই! রোহিতের সামনে সিংহাসনে বসার হাতছানি
এই তালিকায় দু'নম্বরে রয়েছে নিউজিল্য়ান্ডের মার্টিন গাপটিল। ১৬টি হাফ-সেঞ্চুরি আছে তাঁর। তিনে যুগ্মভাবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ব্র্য়ান্ডন ম্যাকালাম। ১৫টি করে ফিফটি করেছেন তাঁরা। ১৪টি ও ১৩টি অর্ধ-শতরান করে যথাক্রমে চারে ও পাঁচে রয়েছেন শ্রীলঙ্কার তিলকরত্ন দিলশান ও আফগানিস্থানের মহম্মদ শাহজাদ।
অন্য়দিকে ফ্লোরিডায় রোহিতের সামনে আরও একটি রেকর্ডের হাতছানি। আর মাত্র ৩টে ছক্কা হাঁকালেই গেইলকে টপকে আন্তর্জাতিক টোয়েন্টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়বেন হিটম্য়ান। রোহিত শর্মার নামের পাশে আপাতত ১০২টি ওভার বাউন্ডারি। প্রথম স্থানে যথারীতি ক্রিস গেইল (১০৫টি)। দ্বিতীয় স্থানে মার্টিন গাপ্টিল ছক্কার নিরিখে মাত্র ১টিতে এগিয়ে রোহিত শর্মার থেকে। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা কলিন মুনরো (৯২) এবং ব্রেন্ডন ম্যাকালাম (৯১) অনেক পিছিয়ে রোহিতদের থেকে।
বিশ্বকাপের ফর্ম ওয়েস্ট ইন্ডিজ সফরেও বজায় রাখতে মরিয়া রোহিত শর্মা। বিশ্বকাপে পাঁচটা সেঞ্চুরি হাকিয়েছিলেন। একাধিক রেকর্ডও চূর্ণ করেছিলেন তিনি। সেই ফর্ম যদিও ক্যারিবিয়ানদের মাটিতেও দেখাতে পারেন, ওয়েস্ট ইন্ডিজের কপালে নির্ঘাত দুঃখ রয়েছে।