scorecardresearch

গেইল-বধ মাত্র তিন ছক্কাতেই! রোহিতের সামনে সিংহাসনে বসার হাতছানি

টি টোয়েন্টিতে রোহিত শর্মার নামের পাশে আপাতত ১০২টি ওভার বাউন্ডারি। প্রথম স্থানে যথারীতি ক্রিস গেইল (১০৫টি)। দ্বিতীয় স্থানে মার্টিন গুপ্টিল ছক্কার নিরিখে মাত্র ১টিতে এগিয়ে রোহিত শর্মার থেকে।

rohit sharma and chris gayle
গেইলকে টপকাতে পারবেন রোহিত, সেটাই দেখার (টুইটার)

আর মাত্র ৩টে ছক্কা! তাহলেই ইউনিভার্সাল বস ক্রিস গেইলকে পেরিয়ে যাবেন রোহিত শর্মা। ছক্কা হারানোর নিরিখে রোহিত শর্মা টি টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। তবে ওভার বাউন্ডারির হ্যাটট্রিকে রোহিত শর্মার কাছে রয়েছে ফার্স্ট বয় হওয়ার সুবর্ণ সুযোগ। টি টোয়েন্টিতে ক্রিস গেইল নেই ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে। তাই রোহিত শর্মার কাছে সুযোগ থাকছে ষোলআনা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটে করে টি টোয়েন্টি ও ওয়ান ডে খেলার পরে ২টো টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। সেখানেই হিটম্যান একাধিক নজিরের সামনে। শনিবারেই প্রথম টি টোয়েন্টিতে ভারত খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামের টার্ফ গ্রাউন্ডে ক্যারিবিয়ানদের মুখোমুখি বিরাট কোহলির টিম ইন্ডিয়া।

আরও পড়ুন রোহিতকে সরাসরি বাদ দিলেন কোহলি! ড্রেসিংরুমে জ্বলল বড়সড় আগুন

টিম ইন্ডিয়াকে বিদায়, তারকাকে এবার দেখা যাবে আইপিএলে

বাবা হচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা! স্ত্রী-র সঙ্গে একান্ত ছবিতেই জানালেন সুখবর

টি টোয়েন্টিতে রোহিত শর্মার নামের পাশে আপাতত ১০২টি ওভার বাউন্ডারি। প্রথম স্থানে যথারীতি ক্রিস গেইল (১০৫টি)। দ্বিতীয় স্থানে মার্টিন গুপ্টিল ছক্কার নিরিখে মাত্র ১টিতে এগিয়ে রোহিত শর্মার থেকে। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা কলিন মুনরো (৯২) এবং ব্রেন্ডন ম্যাকালাম (৯১) অনেক পিছিয়ে রোহিতদের থেকে।

বিশ্বকাপের ফর্ম ওয়েস্ট ইন্ডিজ সফরেও বজায় রাখতে মরিয়া রোহিত শর্মা। বিশ্বকাপে পাঁচটা সেঞ্চুরি হাকিয়েছিলেন। একাধিক রেকর্ডও চূর্ণ করেছিলেন তিনি। সেই ফর্ম যদিও ক্যারিবিয়ানদের মাটিতেও দেখাতে পারেন, ওয়েস্ট ইন্ডিজের কপালে নির্ঘাত দুঃখ রয়েছে।

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করার পরেও বিরাট কোহলির সঙ্গে রোহিতের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন নিয়ে জল্পনার অন্ত নেই। জাতীয় দল নাকি বিরাট কোহলি এবং রোহিত শর্মার দুই লবিতে বিভক্ত। এর মধ্যে বাইশ গজে ব্যাট হাতে ভেলকি দেখিয়ে নিজেকে ফের একবার প্রমাণ করতে পারেন কিনা হিটম্যান, সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Rohit sharma has huge oppotunity to surpass chris gayle record in west indies series