Advertisment

ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি২০ হায়দরাবাদে

নতুন সূচি অনুযায়ী, ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি২০ সিরিজের হায়দরাবাদে সূচনা হয়ে শেষ হবে মুম্বইয়ে। মুম্বইতে অবশ্য খেলা বদলে দেওয়ার ঘটনা এবারেই প্রথম নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Wankhede

ওয়াংখেড়ে থেকে ম্যাচ সরানো হল হায়দরাবাদে (প্রতীকী চিত্র)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরু হতে আর দেড় সপ্তাহও বাকি নেই। এর মধ্যেই বদলে গেল ম্যাচের ভেন্য়ু। বদলে যাওয়ার বদলে বলা ভাল ভেন্যু এক থাকলেও পরিবর্তন হল খেলার দিনক্ষণ। সূচি অনুযায়ী, ৬ তারিখে মুম্বইয়ের ওয়াংখেড়েতে হওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি২০। তবে পরিবর্তিত সূচি অনুযায়ী, ৬ তারিখে খেলার শুরু হবে মুম্বইয়ের পরিবর্তে হায়দরাবাদে।

Advertisment

বুধবারে বোর্ডের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সচিব জয় শাহ জানিয়েছেন, "৬ তারিখে পেটিএম প্রথম টি২০ খেলার কথা ছিল মুম্বইয়ে। সেই ম্যাচ হবে হায়দরাবাদে। রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি২০-র সূচনা হবে।"

আরও পড়ুন ভারতে জাতীয় দলের জার্সিতে নেই গেইল

প্রথম ম্যাচের পরিবর্তে ১১ নভেম্বর সিরিজের তৃতীয় তথা শেষ টি২০ ম্যাচ আয়োজন করবে মুম্বই। কিন্তু কেন এই রদবদল? মুম্বই পুলিশ সূত্রে জানানো হয়েছে ৬ ডিসেম্বর মুম্বইয়ে হাই অ্যালার্ট জারি থাকবে। বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি ৬ ডিসেম্বরেই। তাছাড়া বিআর আম্বেদকরের মহাপরিনির্বান দিন-ও ৬ তারিখে। এই দিনে আম্বেদকরের অনুগামীরা দাদারে তাঁর স্মৃতিসৌধ চৈত ভূমিতে আসেন।

আরও পড়ুন ছিটকে গেলেন ধাওয়ান, দলে এলেন সনজু , মুম্বইতে সফল অস্ত্রোপচার ঋদ্ধির

নতুন সূচি অনুযায়ী, ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি২০ সিরিজের হায়দরাবাদে সূচনা হয়ে শেষ হবে মুম্বইয়ে। মুম্বইতে অবশ্য খেলা বদলে দেওয়ার ঘটনা এবারেই প্রথম নয়। গত বছরেই এমসিএ-তে প্রশাসনিক জটিলতার কারণে খেলা ফেলা হয়েছিল ব্র্যাবোর্ন স্টেডিয়ামে, যাঁর পরিচালনার ভার রয়েছে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার হাতে।

Read the full article in ENGLISH

cricket BCCI
Advertisment