New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/vk-2.jpg)
নতুন টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বসিত কোহলি, ভারতের পারফরম্য়ান্স নিয়ে আশাবাদী তিনি
সোমবারই সরকারি ভাবে ওয়ার্ল্ড টেস্ট চ্য়াম্পিয়নশিপের (ডব্লিউটিসি) আত্মপ্রকাশ ঘটিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিেয়েছে আগামী পয়লা অগাস্ট থেকে শুরু হচ্ছে ডব্লিউটিসি। চলবে ২০২১ সালে
নতুন টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বসিত কোহলি, ভারতের পারফরম্য়ান্স নিয়ে আশাবাদী তিনি
সোমবারই সরকারি ভাবে ওয়ার্ল্ড টেস্ট চ্য়াম্পিয়নশিপের (ডব্লিউটিসি) আত্মপ্রকাশ ঘটিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিেয়েছে আগামী পয়লা অগাস্ট থেকে শুরু হচ্ছে ডব্লিউটিসি। চলবে ২০২১ সালের জুন মাস পর্যন্ত।
বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে বাইশ গজের টেস্ট খেলিয়ে প্রথমসারির ন’টি দল অংশ নেবে। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্য়ান্ড, ভারত, নিউজিল্য়ান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ খেলবে। মোট ২৭টি সিরিজ ও ৭১টি টেস্ট হবে দু’বছর ধরে।ডব্লিউটিসি ফাইনালে প্রথম দু’টি দল অংশ নেবে। শিরোপা নির্ধারক ম্য়াচটি হবে ইংল্য়ান্ডে।
আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে ৯টি দলের মধ্য়ে ২৭টি সিরিজ ও ৭২টি টেস্ট
ডব্লিউটিসি নিয়ে উচ্ছ্বসিত বিশ্বের এক নম্বর টেস্ট দলের ক্য়াপ্টেন বিরাট কোহলি। ঘটনাচক্রে ভারত অধিনায়ক নিজেও বাইশ গজের এক নম্বর টেস্ট ব্যাটসম্য়ান। কোহলি বলছেন, "আইসিসি টেস্ট চ্য়াম্পিয়নশিপের অপেক্ষায় আছি আমরা। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে একটা উদ্য়মের সঞ্চার করবে এই টুর্নামেন্ট। টেস্ট ক্রিকেট ভীষণ চ্য়ালেঞ্জিং। ক্রিকেটের চিরাচরিত ফর্মে প্রথম হওয়াটা সবসময় অত্য়ন্ত তৃপ্তির। ভারতীয় দল সম্প্রতি টেস্টে ভাল করেছে। আশা করি এই টুর্নামেন্টেও ভাল করব।"
গত সোমবার সোমবার আইসিসি টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করেছিল। সেখানে একেই রয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। পাশাপাশি দলীয় ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছিল বিরাটের ভারত। কোহলি শেষবার সাদা জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। অজিদের দেশে গিয়ে তাদের বিরুদ্ধে ২-১ সিরিজ জিতে ইতিহাস লিখেছিল টিম ইন্ডিয়া।