Indian Women Football Team: ভারতের মহিলা ফুটবল দল আপাতত অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে। মহিলাদের এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জনকারী পর্বে টানা দ্বিতীয় ম্য়াচে জয়লাভ করল টিম ইন্ডিয়া। রবিবার (২৯ জুন) থাইল্যান্ডের শিয়ান মেই স্টেডিয়ামে খেলতে নেমেছিল ভারত। প্রতিপক্ষ টিমর লেসতের বিরুদ্ধে তারা ৪-০ গোলে জয় ছিনিয়ে এনেছে। এমন পারফরম্য়ান্সের পর গোটা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।
এই ম্য়াচে জোড়া গোল করেছেন মণীষা কল্যাণ। এছাড়া একটি করে গোল শানিয়েছেন অঞ্জু তামাং এবং ল্যাডা কম।
Indian Football Team: 'এবার বিশ্বকাপ খেলব...', দাবি ভারতের তারকা ফুটবলারের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গ্রিসের প্রথম ডিভিশন ক্লাব PAOK-এর হয়ে খেলেন মণীষা। ম্যাচের শেষে তিনি বললেন, 'তিন পয়েন্ট যে পেয়েছি, এতেই আমি খুব খুশি। পরের ম্য়াচে প্রস্তুতির জন্য আমাদের মোটিভেশন আরও বেড়ে গেল।'
পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত
এই জয়ের পাশাপাশি ভারতের নীল বাঘিনীরা আপাতত গ্রুপ বি-র পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করেছে। গত ২ ম্য়াচ থেকে টিম ইন্ডিয়া সংগ্রহ করেছে মোট ৬ পয়েন্ট। এই একই সংখ্যক ম্য়াচ খেলে ইরাক ৪ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। তারা দ্বিতীয় স্থানে রয়েছে।
Indian Football Team News: রাজত্ব ভারতীয় ফুটবলের, বাঘিনীদের দাপটে তটস্থ মঙ্গোলিয়া
এবার ভারতীয় ফুটবল দলকে আগামী ২ জুলাই ইরাকের বিরুদ্ধে এবং ৫ জুলাই থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে।
India vs Mongolia: মঙ্গোলিয়াকে নিয়ে 'মেয়েখেলা', ১৩-০ গোলে জিতল ভারতের বাঘিনীরা
যোগ্যতা অর্জনকারী পর্বের শেষে প্রত্যেকটা গ্রুপে যে দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে, তারা আগামী বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত এশিয়ান কাপ খেলার সুযোগ পাবে। উল্লেখ্য, ভারত ইতিপূর্বে ৮ বার মহিলাদের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছে। এরমধ্যে ২০২২ সালে অবশ্য আয়োজক দেশ হিসেবে যোগ্যতা অর্জন করেছিল।