Indian Football Team News: রাজত্ব ভারতীয় ফুটবলের, বাঘিনীদের দাপটে তটস্থ মঙ্গোলিয়া

Indian Women Football Team: ২০২৬ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে মঙ্গোলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতের মহিলা ফুটবল দল। ম্য়াচের প্রথম ৪৫ মিনিটে দুর্দান্ত পারফরম্য়ান্স করল টিম ইন্ডিয়া।

Indian Women Football Team: ২০২৬ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে মঙ্গোলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতের মহিলা ফুটবল দল। ম্য়াচের প্রথম ৪৫ মিনিটে দুর্দান্ত পারফরম্য়ান্স করল টিম ইন্ডিয়া।

author-image
Koushik Biswas
New Update
Indian Women Football Team

মঙ্গোলিয়ার বিরুদ্ধে দাপট মহিলা ফুটবল দলের

Indian Football Team: ২০২৬ এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জনকারী পর্বে মঙ্গোলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতের মহিলা ফুটবল দল। ম্য়াচের প্রথম ৪৫ মিনিটে দুর্দান্ত পারফরম্য়ান্স করল টিম ইন্ডিয়া। তবে আলাদা করে নজর কাড়লেন পেয়ারি জাজা। জোড়া গোল করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ম্যাচের প্রথমার্ধে ভারত ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

Advertisment

মঙ্গোলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া যে ভাল পারফরম্য়ান্স করবে, সেটা আগে থেকেই আশা করা হচ্ছিল। কারণ ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারত যেখানে ৭০ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। সেখানে মঙ্গোলিয়া রয়েছে ১২৬ নম্বরে। শুরু থেকেই চাপ তৈরি করতে থাকে। আর সেই ফলও পেল একেবারে হাতেনাতে। ৮ মিনিটের মাথায় প্রথম গোলটা করলেন সঙ্গীতা বাসফোরে। বাঁ-প্রান্ত থেকে দুর্দান্ত একটি ক্রস বাড়িয়েছিলেন সৌমিয়া গুগুলোথ। বক্সের মধ্যে সেই বলটা রিসিভ করেন সঙ্গীতা বাসফোরে। অবশেষে দুর্দান্ত হেডারে তিনি ভারতীয় ফুটবল দলকে লিড এনে দেন।

Indian Football Team: ফের লজ্জার হার, চরম ব্যর্থতায় মুখ ডুবল ভারতীয় ফুটবলের

Advertisment

২০ মিনিটের মাথায় টিম ইন্ডিয়াকে ২-০ গোলে এগিয়ে দেন সৌমিয়া। ইতিপূর্বে, দলের সতীর্থদের জন্য একাধিক সুযোগ তৈরি করেছিলেন। অবশেষে সৌমিয়ার থেকে একটা দুর্দান্ত মুভ দেখতে পাওয়া গেল। ডান প্রান্ত ধরে তিনি বক্সের মধ্য়ে প্রবেশ করেছিলেন। বলটা তাঁকে লক্ষ্য করে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। এরপর কার্যত হাফ-ভলিতে সৌমিয়া কামানের গোলার মতো বলটা মঙ্গোলিয়ার জালে জড়িয়ে দেন। এরপর ভারতীয় ফুটবল দল অপ্রতিরোধ্য গতিতে এগোতে শুরু করে।

Bhaichung Bhutia on Indian Football: ভারতীয় ফুটবলকে সার্কাসে পরিণত করেছেন কল্যাণ, বিস্ফোরক তোপ বাইচুং ভুটিয়ার

২৯ মিনিটে আসে ভারতের তৃতীয় গোল। এবারও অ্যাসিস্ট করলেন সেই সৌমিয়া গুগুলোথ। বাঁ-দিক থেকে একটা লো ক্রস তিনি পেয়ারি জাজাকে লক্ষ্য করে বাড়ান। এরপর পেয়ারি সামনের দিকে একটা সপাট শট মারেন। সেই বলটা আটকানোর ক্ষমতা মঙ্গোলিয়ার গোলকিপার জামবাগা তুমুরবাতের ছিল না। হাফটাইমের ঠিক আগে ভারতের হয়ে চতুর্থ গোলটাও করলেন সেই পেয়ারি। সবমিলিয়ে ম্যাচের প্রথমার্ধে ভারতীয় ফুটবল দল যে গর্জন করল, তা বলা যেতেই পারে।  

indian football team AFC Asian Cup